এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে সপ্তম শ্রেণীর স্কুল পড়–য়া ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করার ঘটনায় মামলার ১৯দিন অতিবাহিত হলেও পুলিশ মামলার মুল আসামী ধর্ষক মোহন আলী সহ অন্যান্য আসামীদের অজ্ঞাত কারনে গ্রেফতার করছেনা বলে এলাকায় আভিযোগ উঠেছে। গত ৭ জুন ধর্ষনের ঘটনার শুরু থেকেই কতিপয় প্রভাবশালী মোড়লরা ঘটনাটি ধামাচাপা দেয়ার অপচেষ্টায় লিপ্ত ছিল। এখন মামলার পর আসামীদের বাঁচানোর জন্য তারা দেনদরবার-তদবির করেই যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামে। মামলা ও ভুক্তভুগির পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামের অটোভ্যান চালক আজিজার রহমানের কলেজ পড়–য়া ছেলে মোহন আলী (২৩) পাশের একটি গ্রামের জনৈক ব্যক্তির স্কুল পড়–য়া ৭ম শ্রেণীর ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারক প্রেমিক মোহন আলী গত ৭জুন সুকৌশলে প্রেমিকাকে নিয়ে অজনার উদ্দ্যেশে পাড়ি জমায়। এসময় বিভিন্ন জায়গায় ঘোরাফেরার মধ্যে বেশ কয়েকবার মোহন মেয়েটিকে ধর্ষণ করে এবং বিয়ে না করে ২দিন পর প্রেমিকাকে বাবার বাড়ী পাঠিয়ে দেয়। ঘটনা জানাজনি হলে এলাকার কতিপয় গ্রাম্য মোড়লরা ঘোলা পানিতে মাছ শিকার করতে তৎপর হয়ে ওঠে এবং সময় অতিবাহিত করার সুকৌশল হিসেবে দেন দরবার চালিয়ে যেতে থাকে। উপায় অন্তর না পেয়ে ধর্ষিতা ছাত্রীর মা থানার আশ্রয় নিয়ে ধর্ষক মোহনসহ সহযোগী আরো ৫/৬ জনকে আসামী করে রাণীনগর থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে ধর্ষিতার বড় ভাই মিঠু বলেন, মামলা করে প্রায় ১৯দিন পার হলেও কোন অজ্ঞাত কারনে পুলিশ কোন আসামীকেও আটক করছে না। আমরা চাই আসামীদের দ্রুত আটক করে কঠিন শাস্তির আওতায় আনা হোক। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরির্দশক মোস্তাফিজুর রহমান বলেন, মূল আসামী মোহন সহ সবাই পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে সবাইকে গ্রেফতারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন...
নওগাঁ থেকে যশোর-বেনাপোল ও বরিশাল-কুয়াকাটা রোডে দুইটি বাস চলাচলের উদ্বোধন
এন বিএন ডেক্সঃ নওগাঁ থেকে দক্ষিণবঙ্গের সঙ্গে সড়কপথে যোগাযোগের জন্য জন্য দুইটি বাস চালু করা হয়েছে। …