1 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ১৫ মার্চ ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / রাজশাহী / নওগাঁ সদর মডেল থানার ও‘সির তৎপরতায় জনমনে স্বস্তি

নওগাঁ সদর মডেল থানার ও‘সির তৎপরতায় জনমনে স্বস্তি

এন বিএন ডেক্স: নওগাঁ সদর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতির মোড় ঘুরিয়ে দিয়েছে নওগাঁ সদর মডেল থানা অফিসার ইনর্চাজ (ও‘সি) মোঃ সোহরাওয়াদী হোসেন । এ ও‘সির যোগদানের পর কমেছে মাদকের ভয়াবহতা, খুন-খারাপি, অপহরণ, চুরি, ডাকাতি, ছিনতাইসহ চাঁদাবাজির ঘটনা। বর্তমান পরিস্থিতিতে স্বস্তিবোধ করছেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ ব্যবসায়ী নেতারা। সাধারণ মানুষ বলছেন হঠাৎ করেই পাল্টে গেছে অপরাধ প্রবণতা এ উপজেলার দৃর্শ্যপট। গা ঢাকা দিয়েছে অনেক অপরাধী। অপরাধীদের কেউ কেউ পেশা পাল্টে স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছে। পুলিশের কৌশলী ভূমিকার কারণেই ভেঙ্গে পড়েছে অপরাধীচক্রের নেটওয়ার্ক। আইন-শৃঙ্খলা পরিস্থিতির এই উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে। স্থানীয় রাজনীতি ও সচেতন মহলের অনেকেই বলছেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রয়েছে নওগাঁ সদর মডেল থানা । বিশেষ করে থানার (ও‘সি) মোঃ সোহরাওয়াদী হোসেন যোগদানের মধ্য দিয়ে অপরাধ দমনে তার আন্তরিকতার প্রমাণ দিয়েছেন। তবে প্রশাসনের এই সাফল্যে গাত্রদাহ শুরু হয়েছে কিছু সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও দুর্বৃত্তের। কারণ ইতিমধ্যে তাদের স্বার্থে আঘাত পড়েছে। যেকারণে এ থানার ও‘সির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। খোজ খবর নিয়ে জানা গেছে, জেলার গুরুত্বপূর্ণ এ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগতভাবে উন্নতির দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে গত ২৩ মে এ থানার দায়িত্ব গ্রহণ করেন (ও‘সি) মোঃ সোহরাওয়াদী হোসেন । তিনি যোগদানের পর ২৪ মে থেকে ২৪ জুন পর্যন্ত জিআর/সিআর ওয়ারেন্টভ‚ক্ত ৩৩১ জন আসামীকে গ্রেফতার করেন। অজ্ঞাত নামা খুনের ঘটনা তড়িৎ ডিডেক্ট করে ৩ জন কে গ্রেফতার করেন। মাদক মামলায় গ্রেফতার ৯৭ জন ডাকাতির প্র¯Íতিকালে ৫ ডাকাত গ্রেফতার পুর্বে মামলার গ্রেফতার ২৮ জন, ৩৪ ধারায় গ্রেফতার ২৩ জন, ভ্রাম্যমানে ৩১ জন তার মধ্যে ২৭ জনের ১৫,৩০০ টাকা জরিমানা ও ৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা, মোটর সাইকেল প্রশিকিউশন ৯৮টি,মোট মাদক মামলা দায়ের ৬৩টি উদ্ধারকৃত মাদকের মূল্য ৯ লাখ ৪ হাজার ৯৫০ টাকা, বাল্য বিবাহ রোধ সংক্রান্তে ভ্রাম্যমান ৪টি,জরিমানা ৪৫ হাজার টাকা ও ০১ জনের ১ মাসের সাজা, জাল টাকা উদ্ধার ২ লাখ ৩২ হাজার ৮০ টাকা,আটক ২ জন। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বলছেন, তারা বর্তমান পরিস্থিতিতে খুশি। এর আগের ওসির কর্মকান্ডে মানুষের মধ্যে যে হতাশার সৃষ্টি হয়েছিল তা কাটতে শুরু করেছে। তাদেরমতে নওগাঁ সদর মডেল থানার বর্তমান (ও‘সি) মোঃ সোহরাওয়াদী হোসেন যোগদানের পর চাঁদাবাজ-সন্ত্রাসীরা গাঁ ঢাকা দিয়েছে। উপজেলার সাধারন মানুষ এ প্রতিবেদককে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পূর্বের তুলনায় অনেক ভাল। বিশেষ করে বাজার এলাকায় যানজট, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধ হয়েছে। ওসি বেশ চমক দেখিয়েছেন। তবে পুলিশের এই প্রশংসনীয় ভূমিকা মানতে পারছেন না কতিপয় স্বার্থাম্বেষী মহল। কারণ পুলিশের ভূমিকায় ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের মাত্রা বেশ কমে গেছে। এ নিয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনর্চাজ (ও‘সি) মোঃ সোহরাওয়াদী হোসেন জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে আজীবন কাজ করার অঙ্গিকার ব্যক্ত করে তিনি বলেন, এ থানাকে সব ধরণের অপরাধমুক্ত একটি মডেল থানা হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেছি। এ ধারা অব্যাহত থাকবে।

আরও পড়ুন...

নওগাঁয় হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলায় ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৫জন আসামীকে যাবজ্জীবন …