12 Magh 1431 বঙ্গাব্দ শনিবার ২৫ জানুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় ২ সাংবাদিক কে প্রাণ নাশের হুমকি-আদালতে পৃথক পৃথক মামলা দায়ের!!

নওগাঁয় ২ সাংবাদিক কে প্রাণ নাশের হুমকি-আদালতে পৃথক পৃথক মামলা দায়ের!!

এনবিএনডেক্স: নওগাঁয় ২ সাংবাদিক কে প্রাণ নাশের হুমকি দেওয়ায় আদালতে মামলা হয়েছে বলে জানা গেছে। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, দৈনিক ভোরের কাগজ/ মাইটিভির নওগাঁ জেলা প্রতিনিধি ও নওগাঁ মডেল প্রেস কাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আবু বকর সিদ্দিক কে গত ৫ জানুয়ারী শহরের মুক্তির মোড়ে দৈনিক দিন কালের সাংবাদিক এস. এম. রাইহান আলম প্রকাশ্য ভাবে প্রাণ নাশের হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাকে লাঞ্ছিত করে। অপর দিকে ওই একই আসামী মোহনা টিভির নওগাঁ জেলা প্রতিনিধি ও নওগাঁ মডেল প্রেস কাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মাহমুদুন নবী বেলাল কেও গত ১ জানুয়ারীতে প্রাণ নাশের হুমকি দেয়। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানায় ওই সাংবাদিকরা গত ৮ জানুয়ারী পৃথক পৃথক ২টি সাধারণ ডায়েরী করেন। পরে গতকাল রবিবার নওগাঁ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের আদালতে ওই ২ সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে মামলা করলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস মামলাটির শুনানি শেষে আসামী এস. এম. রাইহান আলমের  বিরুদ্ধে সমন জারী করে আগামী ১৮ জানুয়ারী আদালতে হাজির হবার নির্দেশ দেন। উল্লেখ্য উক্ত আসামী এস. এম. রাইহান আলমের বিরুদ্ধে নওগাঁ জজ আদালতে ৩টি চাঁদাবাজী মামলা সহ একাধিক মামলা আছে বলে জানা গেছে। এর মধ্যে ১ম চাঁদাবাজী মামলায় তার ৭ বছর ৫ মাসের সশ্রম কারাদন্ড হলে ৬/৭ মাস কারাবাস করার পর ওই আসামী হাইকোর্টে মামলাটি স্থগিত করে রেখেছে। অপর চাঁদাবাজী মামলাটি বিচারাধীন আছে এবং ৩য় চাঁদাবাজী মামলায় ওই আসামী হাজির না হওয়ায় বর্তমানে নওগাঁ ১নং আমলী আদালতে তার বিরুদ্ধে গত ২৬/০৭/১২ ইং তারিখে ওয়ারেন্ট ইস্যু হয়। কিন্তু কোন অজ্ঞাত কারনে পুলিশ গ্রেফতার করছে না বলে সাংবাদিক মহলের একাধিক অভিযোগ থাকলেও ওই চি‎িহ্নত চাঁদাবাজ আসামী দাপটের সাথে সারাণ পুলিশের সাথেই চলাফেরা করেন। এছাড়া উক্ত আসামীর বাড়ী নওগাঁ সদর মডেল থানার ২ রশি দূরে অবস্থিত। উক্ত আসামী কে গ্রেফতার না করায় বর্তমানে নওগাঁ স্থানীয় সাংবাদিকদের মধ্যে ােভ ও উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন...

নওগাঁয় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

এনবিএন ডেক্সঃ নওগাঁয় স্ত্রীকে হত্যার অভিযোগে রেজাউল করিম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ …