27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর ধামইরহাটে দূবর্ৃৃত্ত কর্তৃক মধ্যরাতে ফসলে অগ্নিসংযোগ, সরিষা-আলু তে বিনষ্ট!!

নওগাঁর ধামইরহাটে দূবর্ৃৃত্ত কর্তৃক মধ্যরাতে ফসলে অগ্নিসংযোগ, সরিষা-আলু তে বিনষ্ট!!

এনবিএনডেক্স:pic-11-01-15 নওগাঁর ধামইরহাটে একদল দূর্বৃত্ত কর্তৃক ফসলে অগ্নিসংযোগ করে েেতর আলু, সরিষা, কলাগাছ সহ প্রায় ৯০ হাজার টাকার তি সাধন করেছে। েেতর বর্গাদার উপজেলা সদরের বটডাঙ্গা গ্রামের মৃত দৌলত খন্দকারের ছেলে মোঃ হামিদুল ইসলাম অভিযোগ করেন তার বাড়ির পার্শ্বের মাঠে ১ বছর পূর্বে চুক্তিনামার ভিত্তিতে ৫ বছরের জন্য ২ বিঘা জমি বর্গা দিয়ে চাষাবাদ করা কালে গত শনিবার দিবাগত রাত অনুমান দেড় টার দিকে (রবিবার) একদল দূর্বৃত্ত ফসলে অগ্নি সংযোগ করে। এ সময় ফসলের মাঠে থাকা একটি শ্যালো মেশিন ঘর সহ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা, আলু ও সরিষা তে মই দিয়ে বিনষ্ট করে এবং প্রায় শতাধিক বাড়ন্ত কলাগাছ সহ টমেটো, ঝালগাছ ও পেঁয়াজের তে ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে। এ বিষয়ে বর্গদার হামিদুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান ওই জমির মালিক জেবুন নেছার বড় ভাই ও হাছনা বানুর ছেলে হারুন অর রশিদ বিদ্যুৎ এর সঙ্গে বিরোধ চলে আসছিল। বর্গাদার হামিদুল ইসলাম এ ঘটনায় হারুন অর রশিদ বিদ্যুৎকে অগ্নি সংযোগে ফসল তে বিনষ্টে জড়িত বলে সন্দেহ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধামইরহাট থানায় কোন মামলা হয়নি বলে (ও’সি) জানান।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …