এনবিএনডেক্স: নওগাঁর পতœীতলা থানা পুলশি গত শুক্রবার বেলা ১১টায় উপজেলার মধইল বাজার এলাকা থেকে ৭শ পিস ইয়াবা ট্যাবলটে সহ এমদাদুল হক (২৫) নামরে এক যুবককে গ্রেফতার করেছে। মধইল থানার অফসিার ইনর্চাজ (ও’সি) মোঃ আব্দুর রফিক জানান, গোপন সংবাদরে ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করলে তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক এমদাদুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার বারোরসিয়া গ্রামের মজিবর রহমানের পুত্র। এ ব্যাপারে মধইল থানায় একটি মামলা হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …