23 Magh 1431 বঙ্গাব্দ বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় কালের কন্ঠ’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন!!

নওগাঁয় কালের কন্ঠ’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন!!

এনবিএনডেক্স:Naogaon_pic_03_10.01.15 কালের কন্ঠ’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে বর্নাঢ্য র‌্যালী, সূধি সমাবেশ, আলোচনা সভা ও গুনি শিক সম্মাননা অনুষ্ঠান। শহরের মডেল প্রেস কাব থেকে ১১ টায় শুরু হয় র‌্যালী। বর্নাঢ্য র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি করে আবারো ফিরে আসে মডেল প্রেস কাবে। র‌্যালিতে উপস্থিত ছিলে নওগাঁর জেলা প্রশাসক মোঃ এনামুল হক, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেহেদী উল শহীদ, প্রবীন শিক আতাউল হক সিদ্দিকীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরপর সেখানে নওগাঁ মডেল প্রেস কাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক মনোরম অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে নওগাঁ জেলার সকলের শ্রদ্ধেয় প্রবীণ গুনি শিক মোঃ আব্দুস সামাদকে সম্মাননা জানানো হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁর সদর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক মোঃ এনামুল হক, পুলিশ সুপার মোঃ কাইয়ুমুজ্জামান খান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেহেদী উল শহীদ, প্রবীন শিক আতাউল হক সিদ্দিকী, নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’ার পরিচালক আতাউর রহমান, সিনিয়র সাংবাদিক নবির উদ্দিন, নওগাঁ মডেল প্রেস কাবের সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক মাহমুদুন নবী বেলাল, শুভসংঘের নওগাঁ জেলা কমিটির সাধারন সম্পাদক এস এম রাশেদ মাহমুদ তুর্য প্রমূখ। অনুষ্ঠানে সভাপত্বি করেন শুভষংঘের নওগাঁ জেলা কমিটির সভাপতি আতিকুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন কালের কন্ঠের নওগাঁ জেলা প্রতিনিধি ফরিদুল করিম। গুনি শিক আব্দুস সামাদকে পুস্পস্তবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা      মোঃ আব্দুল মালেক এমপি।

আরও পড়ুন...

নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …