এনবিএনডেক্স: নওগাঁয় অগ্রনী ব্যাংকের উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। গতকাল শনিবারবার বিকেলে নওগাঁ জেলা স্কুলে অসহায় দুঃস্থ এবং শীতার্ত জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরন করা হয়। জেলা স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে এসব কম্বল তুলে দেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক। অগ্রনী ব্যাংক নওগাঁ শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রনী ব্যাংক নওগাঁর আঞ্চলিক কার্যলয়ের ষ্টাফ অফিসার বাবুল মুহরী এসপিও, অগ্রনী ব্যাংক নওগাঁর কর্মচারী সংসদ সিবিএ এর সভাপতি মোঃ আলাউদ্দীন প্রামানিক, সম্পাদক আব্দুর রশিদ প্রামানিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অগ্রনী ব্যাংক নওগাঁ শাখার ব্যবস্থাপক, কর্মকতা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য অগ্রনী ব্যাংক নওগাঁ শাখার মাধ্যমে এ বছর ৪শ শীতবস্ত্র কম্বল শহরের বিভিন্ন এলাকার অসহায় দুঃস্থ এবং শীতার্ত জনগোষ্ঠীর মাঝে বিতরন করা হয়।
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …