26 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর ধামইরহাটে স্কাউট সমাবেশ অনুষ্ঠিত!!

নওগাঁর ধামইরহাটে স্কাউট সমাবেশ অনুষ্ঠিত!!

এনবিএনডেক্স:UPAZILA SKOUTE নওগাঁর ধামইরহাটে ৩য় তম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্কাউট সভাপতি ইউএনও হোসেন আহমেদের সভাপতিত্বে ৫দিন ব্যাপী এই সমাবেশ গতকাল শনিবার দুপুর ১২ টায় সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি। উদ্বোধন শেষে তিনি আলতাদিঘী, মাহিসন্তোষ, চল্লিশপীরের মাজার ও ঐতিহাসিক জগদল বিহার নামক ৪টি ক্যাম্প পরিদর্শন করেন। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, ইউএনও হোসেন আহমেদ, সার্কেল এসপি সৈয়দ ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) আঃ আল মামুন, অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা স্কাউট সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …