23 Magh 1431 বঙ্গাব্দ বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর ধামইরহাটে বিজয় দিবস উপল্েয টি-টোয়েন্টি চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত!!

নওগাঁর ধামইরহাটে বিজয় দিবস উপল্েয টি-টোয়েন্টি চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত!!

এনবিএনডেক্স:10846403_10152922869238210_2831298655436611838_n নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস উপল্েয টি-টোয়েন্টি ক্রিকেট টূর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় এম এম ডিগ্রী কলেজ মাঠে খেলায় ১নং ধামইরহাট ইউনিয়ন দলকে ৩ উইকেটে ৫ ওভার হাতে রেখেই চ্যাম্পিয়নশীপ অর্জন করে ধামইরহাট পৌরসভা দল। খেলায় বিজয়ী ও দলকে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি। এ সময় ম্যান অব দ্যা ম্যাচ এস,সাই নাদিম ও ম্যান অব দ্যা টূর্নামেন্টে এম এম ডিগ্রী কলেজের প্রভাষক মিনহাজুল হক শিবলীকে পুরস্কৃত করা হয়।  এ সময়  উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, ইউএনও হোসেন আহমেদ, সার্কেল এসপি সৈয়দ ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) আঃ আল মামুন, অধ্যক্ষ শহীদুল ইসলাম, সমাজসেবা অফিসার তাপস রায়, পল্লী উন্নয়ণ অফিসার নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১৭ ই ডিসেম্বর এ খেলার উদ্বোধন করা হয়েছিল।

আরও পড়ুন...

নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …