এনবিএনডেক্স: নওগাঁয় গতকাল শুক্রবার দুপুরে বেসরকারী সংস্থা আশ্রয় সমাজ কল্যান সংস্থার কার্যালয়ে মাস ব্যাপী সেলাই প্রশিন কর্মসূচীর সমাপনি ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। সংস্থার পরিচালক আলো দাসের সভাপতিত্বে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শহর সমাজ সেবা কমিটির সভাপতি মোঃ মোল্লা মোতাহার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইটিভি, ভোরের কাগজের নওগাঁ প্রতিনিধি ও নওগাঁ মডেল প্রেস কাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, মোহনা টিভির নওগাঁ প্রতিনিধি ও সুজনের নওগাঁর সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, শিকিা তুহিন তাসলিমা মুক্তা, প্রাক্তন শিকিা বিলকিস বেগম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক রবিন দাস, লাইট হাইজ ডিআইসি নওগাঁর ম্যানেজার মোঃ হাসানুজ্জামান, লাইট হাইজ ডিআইসি নওগাঁর কাউন্সিলর রীমা নন্দী, আসলাম হোসেন, সাইদুর রহমান, জবা সরকার প্রমুখ। লাইট হাইজ ডিআইসি নওগাঁর সহযোগীতায় বেসরকারী সংস্থা আশ্রয় সমাজ কল্যান সংস্থার উদ্দ্যোগে সামাজের পিছিয়ে পড়া শারীরিক প্রতিবন্ধী (হিজড়া) জনগোষ্টির জীবন যাত্রার মান উন্নয়ন ও কর্মস্থানের জন্য এই প্রশিন কর্মশালার আয়োজন করা হয়।
আরও পড়ুন...
নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …