এনবিএনডেক্স: সারাদেশে যখন বিএনপি-জামায়াত সমর্থিত ২০ দলের ডাকা লাগাতার অবরোধ চলছে, ঠিক সেই মুহুর্তে যান-বাহন না পেয়ে নিজের মোটরসাইকেল নিয়ে নওগাঁর ধামইরহাট থেকে বিশ্ব ইজতেমায় যোগ দিতে ঢাকায় রওনা দিলেন দুই মুসল্লি। উপজেলার পৌর সদরের কেন্দ্রীয় কোর্ট জামে মসজিদ থেকে ২ জন্য মুসল্লি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। গতকাল শুক্রবার তাদের সাথে যোগাযোগ করে জানা গেছে যে, তারা সুস্থ্য অবস্থায় বিশ্ব ইজতেমায় পৌঁছেছে এবং শুক্রবারের আম বয়ানে তারা অংশ গ্রহন করেছে। মোটর সাইকেল নিয়ে প্রায় ৪ শ কিলোটিমার দুরত্বে রাস্তা পেরিয়ে ইজতেমায় যাওয়ায় শুক্রবার বাদ জুমায় এলাকার মুসল্লিবৃন্দ তাদের জন্য দোয়া করেছেন।
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …