এনবিএনডেক্স: নওগাঁ ১৪ বিজিবি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দঘন পরিবেশে ব্যাটালিয়ন সদর পতœীতলায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২ টায় ধামইরহাট,পতœীতলা, সাপাহার ও পোরশা উপজেলার সাংবাদিকদের নিয়ে বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকীতে অনুষ্ঠিত আলোচনায় ১৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল হাসান (পিএসসি পদাতিক) প্রধান অতিথির বক্তব্যে বলেন সীমান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনে জীবন উৎসর্গ করে দিবে বিজিবি। এ সময় উপ-অধিনায়ক মেজর ইকবাল, ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার হোসেন আহমেদ, পতœীতলা উপজেলা নির্বাহী অফিসার আকতার মামুন, ধামইরহাট প্রেসকাব সভাপতি এম এ মালেক, পতœীতলা প্রেসকাব সভাপতি বুলবুল চৌধুরী, আবুমুছা স্বপন, আব্দুল আজিজ, নুরুল ইসলাম, সন্তোষ কুমার, মাসুদ সরকার, আব্দুল কাদের, আব্দুল্লাহ হামিদী সহ ৪ উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় সভায় সাংবাদিকগণ বিজিবির কর্মকান্ডের আলোকপাত করেন এবং সীমান্ত অপরাধ নির্মূলে বিজিবি’র ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সবশেষে সকল সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ নিয়ে প্রীতিভোজে অংশ গ্রহণ করেন।
Home / সারাদেশ / সীমান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনে জীবন উৎসর্গ করে দিবে বিজিবি ১৪ বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে————-সি ও রফিকুল হাসান!!
আরও পড়ুন...
নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …