এনবিএনডেক্স: জোড়াতালির মাধ্যমে কোনরকমে সচল রাখা হয়েছে নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীর বেইলি ব্রিজটি। তালির উপর তালি আর জোড়ার পর জোড়া লাগানোর ফলে অত্যধিক ঝুঁকির মুখে পড়েছে ব্রিজটি। এ কারণে কর্তৃপ ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করে সাইনবোর্ডও দিয়েছিল। এরপরও ঝুঁকি নিয়ে চলাচল করছে ভারী সব যানবাহন। স্থানীয়দের আশঙ্কা এ বেইলি ব্রিজে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ২০ বছরেরও বেশি পুরনো এ ব্রিজ এখন কোনরকমে জোড়াতালি দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ব্রিজের উপর দিয়ে প্রতিদিন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কানশাট ও নওগাঁর পোরশা, নিয়ামতপুর এবং সাপাহার উপজেলার সাথে সড়ক পথে শত শত যানবাহন যাতায়াত করে থাকে। ওইসব জেলা এবং উপজেলার সাথে সড়ক পথে রাজধানী ঢাকাসহ নওগাঁ জেলার যোগাযোগের সহজতর হওয়ায় বেইলি ব্রিজটি অতিব গুরুত্ব বহন করে আসছে। ব্রিজটি অত্যধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় ৫/৬ বছর আগে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে সাইনবোর্ড দেয়। কিন্তু উপায় না থাকায় ওই নিষেধাজ্ঞা উপো করে চরম ঝুঁকি নিয়ে এ ব্রিজ দিয়ে প্রতিদিনই যাতায়াত করছে অসংখ্য ভারী যানবাহন। সড়ক ও জনপথ বিভাগ ব্রিজের পাটাতন, বীম ও রেলিংয়ের ভাঙা অংশ সকাল-বিকেল ঝালাই দিয়ে জোড়াতালির মাধ্যমে সড়ক যোগাযোগ ব্যবস্থা সচল রাখার চেষ্টা চালিয়ে আসছে। এমতাবস্থায় ঝুঁকিপূর্ণ এ ব্রিজের উপর দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করতে থাকায় যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। ব্রিজটি অত্যধিক সরু হওয়ার কারণে একপ্রান্তে ট্রাক অথবা বাস উঠলে অপর প্রান্তের পথচারীসহ মোটরসাইকেল, বাইসাইকেল অথবা রিক্সা-ভ্যান আসতে পারে না। ফলে প্রতিদিন ওই ব্রিজের উপর এবং উভয় পাশে ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। আর এ যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েন যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, অন্যান্য যানবাহন এবং জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ পথচারী। জানা গেছে, ১৯৯৪ সালের ডিসেম্বর মাসে চালু হওয়ার কিছুদিন পর থেকেই ব্রিজটিতে ব্যবহার করা পাটাতন, বীম ও রেলিং ভেঙে যায়। স্থানীয় সওজ সূত্র জানায়, দফায় দফায় মেরামতের জন্য ব্রিজ দিয়ে যানবাহন চলাচল প্রায়ই বন্ধ রাখতে হয়। এতে চরম সমস্যায় পড়েন কর্তৃপ এবং যাতায়াতকারীরা। বড় রকমের দুর্ঘটনা এড়াতে এলাকাবাসী এ বেইলি ব্রিজটি দ্রুত অপসারণ করে সেখানে পাকা সেতু নির্মাণের দাবি জানান।
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …