22 Magh 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »

নওগাঁর রাণীনগরে ফতোয়াবাজি মামলার অন্যতম ২ আসামীকে বাদ দিয়ে গোপনে চার্জশিট দাখিল!!
নওগাঁ জেলা প্রতিনিধি ঃ নওগাঁর রাণীনগর থানার আলোচিত ফতোয়াবাজির মামলার অন্যতম ২ আসামীকে বাদ দিয়ে গোপনে চার্জশিট দাখিল করেছে পুলিশ । মোটা অংকের অর্থের বিনিময়ে মামলার ২ ও ৩ নং আসামী আব্দুর রহিম ও আত্তাব মাস্টারকে মামলার চার্জশিট থেকে বাদ দেয়া হয়েছে অভিযোগ করে বাদীনি হাওয়া বিবি বলেন, এই চার্জশিট আমি মানিনা এব্যাপারে আমি আবিরম্বে আদালতে নারাজি আবেদন সহ মামলার পুনঃ তদন্তের আবেদন জানাবো। মামলা সুত্রে জানাগেছে, উপজেলার ছতরবাড়ীয়া গ্রামের জাফের আলীর মেয়ে হাওয়া বিবি তার ভাগ্নের সাথে মোবাইল ফোনে কথা বলার কারনে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ এনে গত ২০১৪ সালের জুলাই মাসে ওই পরিবারকে প্রায় ১৫ দিন ধরে এক ঘরে করে রাখে। এর পর গত ২২ জুলাই/১৪ রাতে গ্রাম্য শালিসে বসিয়ে উক্ত মহিলাকে জোরপূর্বক বাড়ী থেকে টেনে হিচরে বেড় করে গাছের সাথে বেঁধে রেখে ১০১টি র্দোরা মারে এবং ১০ হাত নাকে খত দেয় এবং তৌবা পড়ায়। বিষয়টি জানা জানি হলে থানাপুলিশ খবর পেয়ে প্রায় ৫দিন পর মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় । এঘটনায় হাওয়া বিবি বাদী হয়ে গত ২৮ জুলাই ২২জনকে আসামী করে রাণীনগর থানায় মামলা দায়ের করেণ। মামলার প্রেক্ষিতে থানাপুলিশ ৯ জনকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করে। অন্য আসামীরা আদালতে আতœসর্ম্পন করে জামিন নেন। এরই মাঝে মামলার তদন্ত কর্মকর্তা এস.আই মিজানুর রহমান অন্যতম ২ নং আসামী আব্দুর রহিম ও ৩ নং আসামী আত্তাব মাস্টার কে বাদ দিয়ে বাদীনিকে না জানিয়ে গোপনে গত ১৫ ডিসেম্বর আদালতে চার্জসিট দাখিল করেন। মামলার বাদীনি হাওয়া বিবি জানান, মাতাব্বরদের মধ্যে আত্তাব মাস্টার ও সখিন উদ্দীন  মিলে র্দোরা মারার রায় ঘোষনা করলে ২ নং আসামী আব্দুর রহিম তার মাজা থেকে গামছা খুলে আমার হাত বেধে বাঁশের কঞ্চি কেটে দেয় । আমি শুনেছি মিজান দারোগা উল্লেখিত ২ আসামী আব্দুর রহিম ও আত্তাব মাস্টারের কাছ থেকে প্রায় ৪ লক্ষ টাকা নিয়ে রহিম আর আত্তাব মাস্টারকে মামলা থেকে বাদ দিয়ে চার্জশিট প্রদান করে তরি-ঘড়ি করে অন্যত্র বদলি হয়ে যান। চার্জশিট দাখিলের পর থেকে উক্ত আসামীরাসহ অন্যরা আমাকে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে। এর আগে মামলা তুলে না নিলে প্রাননাশের হুমকি প্রদান করে। এতে আমি  আরো ২ টি সাধারণ ডায়েরী করি।বর্তমানে আসামীদের হুমকির মূখে আমি স্ব-পরিবাওে নিরাপত্তাহীনতায় ভুগছি। এব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান,নামের ভুলের কারণে ২ নং আসামী আব্দুর রহিম এবং তদন্তে কোন সাক্ষ্য প্রমান না পাওয়ায় ৩নং আসামী আত্তাব মাস্টারকে মামলা থেকে বাদ দিয়ে চার্জশিট প্রদান করা হয়েছে। বাদীনি চাইলে আদালতে নারাজি প্রদান করতে পারেন বলে জানান তিনি।

আরও পড়ুন...

নওগাঁয় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

এনবিএন ডেক্সঃ নওগাঁয় স্ত্রীকে হত্যার অভিযোগে রেজাউল করিম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ …