এনবিএনডেক্স: নওগাঁ সদর উপজেলার কুষাডাঙ্গা ভাই ভাই সমাজ উন্নয়ন সংস্থার ১ যুগ পুর্তি উপল্েয সংস্থার উদ্যোগে কুষাডাঙ্গা দ্বীমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে ২‘শত পিচ শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। গতকাল বুধবার সকালে এতে প্রধান অতিথি হিসাবে শীতবস্ত্র বিতরন করেন, হাপানিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহমেদ রাজা। সংস্থার সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে এ উপল্েয অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহবুব আলম, শিক দেওয়ান ফারুকুজ্জামান, সংস্থার সম্পাদক মতিউর রহমান, কোষাধ্য শাহীন ও উপদেষ্টা মুকুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি অসহায় দুঃস্থ ও শীতার্তদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরন করেন। পরে জাতীয় ও স্থানীয় শিল্পীদের নিয়ে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …