27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত বকুল সভাপতি আনিছুর সদস্য সচিব নির্বাচিত!!

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত বকুল সভাপতি আনিছুর সদস্য সচিব নির্বাচিত!!

এনবিএনডেক্স: নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক ২৫তম সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির অফিস চত্বরে পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি শামসুল হক বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার নুরুর রহমান, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সদস্য সচিব মিজানুর রহমান, কোষাধ্য নাজিম উদ্দিন মোল্লা, পরিচালক তৌফিক হোসেন আতা, পরিচালক গোলাম রাব্বানী, পরিচালক ইকবার হোসেন, পরিচালক আজিজুর রহমান, পরিচালক হুমায়ন কবির, পরিচালক মজিবুর রহমান, পরিচালক আনিছুর রহমান, পরিচালক মর্জিনা বেগম, পরিচালক সাবিনা ইয়াসমিন ও পরিচালক মাহফুজা পারভীন প্রমুখ। অনুষ্ঠানে কয়েক হাজার গ্রাহক অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে নিয়মিত বিল পরিশোধকারী আবাসিক, শিল্প, সেচ, দাতব্য প্রতিষ্ঠান, ব্যানিজ্যিক আওতায় ব্যবহারকারীদের মধ্যে লটারী করে ভাগ্যবান ৩০ জনের মাঝে পুরস্কার বিতরন করেন এবং উপস্থিত গ্রাহকের মাঝে লটারী করে ভাগ্যবান ১০ জনের মাঝে পুরস্কার বিতরন করেন। পরে বিকেলে পরিচালক মন্ডলীর মধ্যে ভোটের মাধ্যমে নওগাঁ পল্লী বিদুৎ সমিতি বোর্ডের সভাপতি সামসুল হক বকুল, সহ-সভাপতি মজিবুর রহমান চৌধূরী, সদস্য সচিব আনিছুর মন্ডল ও কোষাধ্য গোলাম নবীকে নির্বাচিত করেন।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …