26 Boishakh 1432 বঙ্গাব্দ শুক্রবার ৯ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় প্রানী সম্পদ সেবা ও প্রযুক্তি মেলা-২০১৪ অনুষ্ঠিত!!

নওগাঁয় প্রানী সম্পদ সেবা ও প্রযুক্তি মেলা-২০১৪ অনুষ্ঠিত!!

এনবিএনডেক্স: বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় প্রানী সম্পদ সেবা ও প্রযুক্তি মেলা ২০১৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জিলা স্কুল থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র‌্যালীটির উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি। ব্র্যাকের এ্যাডভোকেসী ফর সোসাল চেইঞ্জ এর সহযোগিতায় জেলা প্রানী সম্পদ এর আয়োজন করে। জেলা প্রানী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ আব্দুস সালাম সোনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মেহেদী -উল সহিদ, রাজশাহী বিভাগের প্রানী সম্পদ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মহির উদ্দীন, ব্র্যাক এ্যাডভোকেসী ফর সোসাল চেইঞ্জ এর উর্ধ্বতন কর্মসুচী ব্যবস্থাপক সাগুফতা সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। মেলায় ৩০টি ষ্টলে বিভিন্ন প্রজাতির প্রানীর সমাগম ঘটে।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …