19 Magh 1431 বঙ্গাব্দ শনিবার ১ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর ধামইরহাট আড়ানগর ইউনিয়ন উপ-নির্বাচনে রকেট নির্বাচিত!!

নওগাঁর ধামইরহাট আড়ানগর ইউনিয়ন উপ-নির্বাচনে রকেট নির্বাচিত!!

এনবিএনডেক্স: নওগাঁর ধামইরহাটে আড়ানগর ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার আড়ানগর ইউপি ৬নং ওয়ার্ডের উক্ত নির্বাচন দিনভর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার জেবুন্নেছা শাম্মী জানান, রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে এবং ১৭৭২ জন ভোটারের  মধ্যে ১৪৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৭৮১ ভোট পেয়ে সাবেক ইউপি মেম্বার রফিকুল ইসলাম রকেট (ফুটবল) ইউপি সদস্য নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী সোলাইমান আলী (মোরগ) পেয়েছেন ৬৭৫ ভোট। উল্লেখ্য চলতি বছরের নভেম্বর মাসের ৫ তারিখে আড়ানগর ইউপির ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবার রহমান মাবুদ মৃত্যুবরণ করায় ওয়ার্ডটির ইউপি সদস্যপদ শুন্য হয়।

আরও পড়ুন...

নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …