21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / রাজনীতি / বর্তমান সরকার দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করছে………বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজ উদ্দীন প্রাং

বর্তমান সরকার দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করছে………বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজ উদ্দীন প্রাং

এনবিএনডেক্স: বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক এমপি বলেছেন, বর্তমান সরকার দুঃস্থ অসহায় মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সরকার অসহায় দুঃস্থদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও লেখাপড়া নিশ্চিত করণসহ নানা মুখী উন্নয়ন মুলক কাজ করছে। মন্ত্রী আরো বলেন, এদেশের বৃহৎ জনগোষ্ঠী দারিদ্র সীমার নিচে বসবাস করে। এদের পিছিয়ে রেখে দেশকে কখনই মধ্যম আয়ের দেশ হিসেবে এগিয়ে নেয়া সম্ভব নয়। তাই তাদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত বৃহস্পতিবার বিকেলে দুঃস্থদের মাঝে ঢেউটিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, সাধারন সম্পাদক সরদার জসিম উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মুক্তিযোদ্ধা কমান্ডার আফসার আলী মন্ডল প্রমুখ বক্তব্য দেন। সভা শেষে প্রধান অতিথি ৮২ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণ সহায়তার ২ লাখ ৪৬ হাজার টাকার চেক এবং উপজেলার ১২৬টি মসজিদ ও মন্দিরে সাড়ে ৫৫ লাখ টাকা ব্যয়ে সোলার বিদুৎ সিস্টেম প্যানেল বিতরন করেন।  মন্ত্রী পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপজেলার বড়পই, বাথইল, রামপুর ও নুরুল্লাবাদসহ ৪টি গ্রামে ২৭ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

আরও পড়ুন...

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

এন বিএন ডেক্সঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার …