21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সড়ক দূর্ঘটনা / নওগাঁয় সড়ক দূর্ঘটনায় বাবা-মেয়ে সহ নিহত ৪ আহত ২ জন- নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ!!

নওগাঁয় সড়ক দূর্ঘটনায় বাবা-মেয়ে সহ নিহত ৪ আহত ২ জন- নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ!!

এনবিএনডেক্স: নওগাঁ-রাজশাহী মহাসড়কের  মহাদেবপুর উপজেলার বাগাচারা  মাদ্রাসা মোড়ে ট্রাকের চাপায় বাবা-মেয়ে ও চার্জার ভ্যানের চালকসহ  ৪ জন নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২ টার দিকে এই দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ভ্যানের আরো ২ যাত্রী  আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাদেবপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান,  যাত্রীবাহী চার্জার ভ্যানটি নওগাঁ শহর থেকে নওহাটা মোড়ে যাচ্ছিলো। এসময় নওগাঁ থেকে নওহাঁটাগামী একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ৪ যাত্রী মারা যান। দূর্ঘটনার পর নওগাঁ-রাজশাহী মহাসড়ক এলাকার জনগন সড়ক অবরোধ করে বিােভ প্রদর্শন করে। সংবাদ পেয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার কফিল উদ্দিন, সদর মডের থানার ওসি জাকিরুল ইসলাম, মহাদেবপুর থানার ওসি সাইফুল ইসলামসহ পুলিশের পৃথক কয়েকটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এবং পুলিশ দুর্ঘটনাকবলিত চার্জার ভ্যান ও মরদেহ হেফাজতে নেয়। ওই দিনই পুলিশ ঘাতক ট্রাক ও ট্রাকের চালক  আব্দুল মান্নান (৩৫) কে আটক করে। নিহতরা হলেন, মহাদেবপুর উপজেলার এনায়েতপুরের আব্দুস সাত্তার (৪৫) ও তার মেয়ে খুশি (৯), নওগাঁ সদর উপজেলার দোগাছী গ্রামের কাশেমের ছেলে সোহেলরানা (২৫) ও চার্জার ভ্যান চালক ইশমত আলী (৩৭) । এ রিপোর্ট লেখা পর্যন্ত  থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।

আরও পড়ুন...

নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষকসহ নিহত ০৫ আহত-০১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি …