এনবিএনডেক্স: নওগাঁর মহাদেবপুরে একে একে পেরিয়ে গেল ৪৪ বছর। কিন্তু বাঁশের সাঁকোতে নদী পারাপারের ভোগান্তির অবসান হলো না নওগাঁর মহাদেবপুরের প্রায় পঞ্চাশ হাজার মানুষের। উপজেলা সদরের দণি এলাকার গোপিনাথপুর, রামচরণপুর, রামরায়পুর, ডিমজাউন, হরিপুর, বাগডোব, চান্দাস, চককন্দরপুর, মদনচক, বানডোবিসহ বিভিন্ন গ্রামের প্রায় অর্ধল মানুষ একটি ব্রিজের অভাবে আত্রাই নদীর শিবগঞ্জ ঘাটে বাঁশের সাঁকো দিয়ে ৪৪ বছর ধরে যাতায়াত করছেন। এতে এসব মানুষের ভোগান্তির অন্ত নেই। যুগ যুগ ধরে ব্রিজের জন্য দাবির পর দাবি জানিয়ে স্থানীয়রা যেন হাঁপিয়ে উঠেছেন। এ ব্যাপারে সংশিষ্টরা জানান, ওই স্থানে একটি ব্রিজের জন্য যুগের পর যুগ একাধিকবার আবেদন-নিবেদন করেও কোন কাজ হয়নি। তারা জানান, নদীর এ স্থানের পূর্বপাশ ঘেঁষে ঐতিহ্যবাহী বৃহৎ শিবগঞ্জ হাট ও বাজার রয়েছে। পশ্চিম পাশে বৃহত্তর ছাতড়া হাট, চান্দাস বাজার, বাগডোব হাট, ডিমজাউন মোড় বাজার, ভোলাবাজার, সন্নিকটে গোপিনাথপুর মোড় বাজার রয়েছে। এসব হাট ও বাজার সপ্তাহের প্রতিদিনই জমজমাট থাকে। এসব হাটবাজারে প্রতিদিন হাজার হাজার মানুষ যায় ব্যবসা-বাণিজ্যের জন্য। গরু-ছাগলসহ বিভিন্ন পণ্য আনা নেয়া করেন ব্যবসায়ীরা। লাখ লাখ টাকার কেনাবেচা হয়। কিন্তু মাঝখানে আত্রাই নদীর এ স্থানে পারাপারের ভালো কোন ব্যবস্থা নেই। পার হওয়ার একমাত্র ভরসা ওই বাঁশের সাঁকো। এতে চরম ভোগান্তি আর লোকসানে পড়ছে মানুষজন। এমতাবস্থায় অর্ধল মানুষের ভোগান্তি লাঘবে সরকার কার্যকরী পদপে গ্রহণ করবে এমনটিই আশা করছেন এলাকাবাসী।
আরও পড়ুন...
নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …