27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / ভোলাহাট-রহনপুর সড়কের মহানন্দা নদীর উপর সেতুর নামকরণে কর্তৃপরে উদাসিন্তায় শহীদের স্থানে সৈয়দ

ভোলাহাট-রহনপুর সড়কের মহানন্দা নদীর উপর সেতুর নামকরণে কর্তৃপরে উদাসিন্তায় শহীদের স্থানে সৈয়দ

 ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধা গোমস্তাপুর উপজেলার বঙ্গাবাড়ী গ্রামের সুলতান ভোলাহাট উপজেলার পঞ্চানন্দপুর গ্রামের উত্তরের শেষ মাথায় ( বর্তমানে ময়ামারী কবরস্থান) নামক স্থানে পাকহায়নার সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন। সেখান থেকে তাঁকে হায়নার দল বাঁশের সাথে দড়িতে বেঁধে নরপিষাচের মত করে রাস্তায় ফেলে ছেঁচড়ে ছেচড়ে নিয়ে যায়। তিনি অবিবাহিত ছিলেন। সেই মহান ব্যক্তি শহীদ সুলতানকে রাষ্ট্র তাঁর প্রাপ্তি হিসেবে ভোলাহাট- রহনপুর সড়কের মহানন্দা নদীর উপর মকরমপুর সেতুর নামকরণ করা হয় শহীদ সুলতান। কিন্ত সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপরে চরম উদাসিন্তায় তাঁর রাষ্ট্রিয় সম্মান শহীদ শব্দটি উঠিয়ে দিয়ে সৈয়দ শব্দটি বসিয়ে সেতুর নামকরণ করা হয়েছে সৈয়দ সুলতান সেতু। ২০১১ সালের ১৮ সেপ্টম্বর তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও সদস্য স্থায়ী কমিটি শিা মন্ত্রণালয় মুহ: জিয়াউর রহমান আনুষ্ঠানিক ফলক উন্মোচন করলেও সৈয়দ বাদ দিয়ে শহীদ সংযোজনের এখন পর্যন্ত কোন বাস্তব পদপে না নেয়ায় বীর মুক্তিযোদ্ধারা চরম ােভ প্রকাশ করেছেন। বীর মুক্তিযোদ্ধাদাগণ দ্রুত এ ভুল সংশোধন করে সৈয়দের স্থানে শহীদ বসানোর দাবী করেছেন বিজয়ের এ মাসে সরকারর উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টদের কাছে।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …