22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর পতœীতলায় এক মুক্তিযোদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা; আহত ১- মহিলা সহ ৪ জন আটক!!

নওগাঁর পতœীতলায় এক মুক্তিযোদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা; আহত ১- মহিলা সহ ৪ জন আটক!!

এনবিএনডেক্স: নওগাঁর পতœীতলা উপজেলায় আয়াপুর নামক স্থানে নাজিম উদ্দিন (৬৫) নামের এক মুক্তিযোদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সে উপজেলার আকবরপুর ইউনিয়নের মেরিউল গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার উষ্ঠি পুকুর পাড়ে পিকনিক খেয়ে একটি গ্রাম্য শালিস থেকে মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ও বেলাল হোসেন (৪০) নামের দুই জন বাড়ী ফেরার পথে আয়াপুর নামক স্থানে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে। এ সময় তাদের দুই জনকেই ধারালো অস্ত্র দিয়ে উপূর্যপরি কোপালে ঘটনাস্থলে মারা যায় মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন। এ সময় আহত বেলাল হোসেনের আর্তচিৎকারে গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে পতœীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত বেলাল হোসেন উষ্ঠি পুকুর গ্রামের ড়াঃ ফুল মোহাম্মাদের ছেলে বলে জানা যায়। পতœীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রফিক জানান, পূর্ব শত্র“তার জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে রাতেই মহিলাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। হত্যাকান্ডের প্রকৃত তথ্য উদঘাটনের জন্য আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ আরো জানায়, বাতআয়াপুর গ্রামের বেলাল হোসেনের সাথে একই এলাকার মোতাহার হোসেনের দীর্ঘ দিন ধরে বিবাদ চলে আসছিল। ঘটনার রাতে একটি গ্রাম্য শালিসে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বেলাল হোসেন পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তিতে মোতাহার হোসেনের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয় বলে প্রাথমিক ভাবে জানিয়েছে বলে পুলিশ জানায়। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে নিহত মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের লাশ উদ্ধার করে গতকাল বুধবার সকালে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। গতকাল বিকেলে নামাজে জানাযা শেষে রাষ্ট্রিয় মর্যাদায় তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ ব্যাপারে নিহত মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের স্ত্রী আরিফা বেগম বাদী হয়ে পতœীতলায় থানায় ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …