7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / নওগাঁয় আর্š—জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত!!

নওগাঁয় আর্š—জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত!!

এনবিএনডেক্স: “রুখবো দূর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ“ এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় আর্š—জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের পিটিআই চত্বর থেকে একপি বর্ন্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র‌্যালিটির উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ এনামুল হক। পরে পিটিআই মিলনায়তনে জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্য প্রফেসর ওয়ালীউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, জেলা শিা অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ, দুর্নীতি কমিশন রাজশাহী বিভাগের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী, উপ-সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক তোহিদুল ইসলম রতন, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক রাজ কুমার আগরওয়াল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নাসিমা আক্তার নাইস প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন...

নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …