21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / নওগাঁয় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ প ও বেগম রোকেয়া দিবস পালিত ৪জন জয়িতাদের মাঝে সনদপত্র ও ক্রেষ্ট বিতরন!!

নওগাঁয় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ প ও বেগম রোকেয়া দিবস পালিত ৪জন জয়িতাদের মাঝে সনদপত্র ও ক্রেষ্ট বিতরন!!

এনবিএনডেক্স:  নওগাঁয় আলোচনা সভার মধ্য দিয়ে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ প ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নওগাঁয় সার্কিট হাউজ মিলানয়াতনে জেলা প্রশাসকের সহযোগীতায় মহিলা বিষয়ক আধিদপ্তর ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোঃ এনামুল হক। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৈয়দা দিলরুবা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শবনম মোস্তারী কলি, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পারভীন আকতার, প্রোগাম সুপারভাইজার হাসিনুর রহমান, অগ্রযাত্রা মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী রাজিয়া সুলতানা,আবেগ মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী শাকিলা আক্তার,জয়িতা জাকিয়া খাতুন, জয়িতা আরজিনা বানু, জয়িতা শান্তনা আক্তার, জয়িতা শামিমা আক্তার, জয়িতা রমিচা বেগমূ প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনের জন্য জাকিয়া খাতুন, শিা ও চাকুরীর েেত্র সাফল্য অর্জনের জন্য আরজিনা বানু, সফল জননী হিসাবে সাফল্য অর্জনের জন্য রমিচা বেগম, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন পরিচালনার জন্য শান্তনা আকতার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য শামীমা আকতারসহ জেলার ৪জন জয়িতাদের মাঝে ফুলেল শুভেচ্ছা, সনদ পত্র ও ক্রেষ্ট বিতরন করেন।

আরও পড়ুন...

নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …