22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / সোনামসজিদ বন্দরে নভেম্বর মাসে রাজস্ব আয় বেশি ঃ বন্দরে ফিরেছে বাণিজ্যিক গতিশীলতা ॥

সোনামসজিদ বন্দরে নভেম্বর মাসে রাজস্ব আয় বেশি ঃ বন্দরে ফিরেছে বাণিজ্যিক গতিশীলতা ॥

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ সোনামসজিদ স্থলবন্দরে চলতি আর্থিক বছরের প্রথম ৪ মাসে রাজস্ব আয়ের ল্যমাত্রা অর্জিত না হলেও গত নভেম্বর মাসে রাজস্ব আয়ের ল্যমাত্রার চেয়ে প্রায় ১৭ কোটি টাকা বেশি আয় হয়েছে। গত নভেম্বর মাসে রাজস্ব আয়ের ল্যমাত্রা ছিল ২৬ কোটি ৯১ লাখ ২১ হাজার টাকা। কিন্তু রাজস্ব আয় হয়েছে ৪৩ কোটি ৫০ লাখ ৩৮ হাজার টাকা বলে সোনামসজিদে দায়িত্বরত সহকারী কাস্টমস কমিশনার নুরুল বাশার জানান। গত অক্টোবর মাস থেকে সোনমসজিদ স্থলবন্দরে বাণিজ্যিক গতিশীলতা ফিরে আসায় গত নভেম্বর মাসে রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে সরকারের রাজস্ব আয় বেড়েছে। জানা গেছে, সোনামসজিদ স্থলবন্দরে চলতি আর্থিক বছরের প্রথম ৪ মাসে রাজস্ব আয়ের েেত্র ল্যমাত্রা অর্জিত হয়নি বিভিন্ন কারণে। গত অক্টোবর মাসে রাজস্ব আয় হয়েছে প্রায় ২৩ কোটি ৮৫ হাজার টাকা। সোনামসজিদ স্থলবন্দরে দায়িত্বরত সহকারী কাস্টমস কমিশনার নুরুল বাশার জানান, গত কয়েক মাস যাবৎ এই স্থলবন্দর দিয়ে ফলসহ যে সমস্ত আমদানিকৃত পণ্য থেকে রাজস্ব আয় হয়, সেগুলো আমদানি হয়নি। সে কারণেই গত কয়েক মাস ধরে রাজস্ব আয়ের ল্েযমাত্রা অর্জিত হয়নি। তিনি আরও জানান, গত অক্টোবর মাস থেকে কিছু কিছু ফল ও টমেটোসহ যে সমস্ত পণ্য থেকে রাজস্ব আয় হয়, সে সব পণ্য আমদানি হওয়ায় বাণিজ্যিক েেত্র যেমন গতিশীলতা বৃদ্ধি পেয়েছে, তেমনি সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ মোস্তাফিজুর রহমান ও সদস্য সচিব সোহেল আহমেদ পলাশ জানান, বিগত মাসগুলিতে রাজনৈতিক অস্থিরতা, বন্দরের বিভিন্ন সংগঠনের মধ্যে সমন্বয়ের অভাব ছাড়াও বিভিন্ন ধরনের জটিলতার কারণে সোনামসজিদ বন্দর দিয়ে বিভিন্ন ধরনের ফল আমদানি কমে যায়। তারা বলেন, বিগত মাসগুলিতে ছাই, পাথর, কিছু ভুষি ও গম ছাড়া কোন পণ্য সোনামসজিদ বন্দর দিয়ে প্রবেশ করত না। অপরদিকে কাস্টমস দপ্তর সূত্রে জানা গেছে, আমদানি-রপ্তানিকৃত পণ্যের রাজস্ব সরকারি নিয়ম মোতাবেক আদায় করার কারণে রাজস্ব আয় বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …