এনবিএনডেক্স: স্বাধীনতার ৪৩ বছর পরেও কোনো উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা কিংবা কলেজ সরকারিকরণ হয়নি। প্রত্যেক সরকারের আমলে প্রতিশ্রুতি থাকলেও আজ পর্যন্ত উপজেলাটিতে কোনো মাধ্যমিক স্কুল ও কলেজ সরকারি হয়নি। জানা গেছে, ঐতিহ্যবাহী পোরশা ডিগ্রি কলেজ, গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজ, গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজ, গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজ, পোরশা উচ্চ মাদ্রাসা কাম উচ্চ বিদ্যালয়, শহিদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়, নিতপুর উচ্চ বিদ্যালয়, মশিদপুর উচ্চ বিদ্যালয়, গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়, কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয়, বারিন্দা সিনিয়র কামিল মাদ্রাসাসহ বেশ কিছু শিাপ্রতিষ্ঠান সরকারিকরণের সুযোগ-সুবিধা থাকলেও একটি প্রতিষ্ঠানও সরকারিকরণ করা হয়নি। তবে পোরশা ডিগ্রি কলেজ, গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজ, শহিদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় ও কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয়টি পোরশা উপজেলার প্রাণকেন্দ্র সরাইগাছি মোড়ে অবস্থিত হওয়ায় সরকারিকরণের জন্য অনেকেই দাবি জানিয়েছেন। জানা গেছে, ৬ ইউনিয়নের উপজেলায় জনবসতির তুলনায় শিাপ্রতিষ্ঠান বেশি না হলেও স্বাধীনতার ৪৩ বছরেও মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে কোনো শিাপ্রতিষ্ঠান সরকারি করা হয়নি। উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৬টি, উচ্চ বিদ্যালয় ২৩, মাধ্যমিক বিদ্যালয় ১টি, নিম্নমাধ্যমিক বিদ্যালয় ৩টি, ফাজিল মাদ্রাসা ৩টি, আলিম মাদ্রাসা ২টি, দাখিল মাদ্রাসা ২২টি, ডিগ্রি কলেজ ২টি, মহিলা কলেজ ১টি, কারিগরি কলেজ ১টি, ভোকেশনাল কলেজ ১টিসহ একাধিক কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। এর মধ্যে সদ্য জাতীয়করণ প্রাথমিক বিদ্যালয় ৫০টি রয়েছে। উপজেলার বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। এ ছাড়া অর্থনৈতিকভাবে এলাকার মানুষ খুব একটা সচ্ছল না হওয়ার কারণে তাদের ছেলেমেয়েদের সরকারি কোনো শিাপ্রতিষ্ঠানে লেখাপড়া করাতে পারে না। এ জন্য এলাকাবাসী অবিলম্বে পোরশা ডিগ্রি কলেজ ও গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজ, পোরশা উচ্চ মাদ্রাসা কাম উচ্চ বিদ্যালয়, শীহদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় ও কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় সরকারিকরণের জোর দাবি জানিয়েছেন।
আরও পড়ুন...
নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা
এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …