19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে ১১ মাসে ৪১টি পিস্তুল, ৬০ টি ম্যাগজিন, ১১টি সুটারগান ও ১৯৩ রাউন্ড গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে ১১ মাসে ৪১টি পিস্তুল, ৬০ টি ম্যাগজিন, ১১টি সুটারগান ও ১৯৩ রাউন্ড গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে গত ১১ মাসে (জানুয়ারি থেকে ডিসেম্বরের ৪ তারিখ পর্যন্ত) পাচার হয়ে আসা অস্ত্রের মধ্যে আটক হয়েছে ৪১টি পিস্তুল, ৬০ টি ম্যাগজিন, ১১টি সুটারগান ও ১৯৩ রাউণ্ড গুলি। এর মধ্যে পুলিশ আটক করেছে ৫টি পিস্তুল, ৮টি ম্যাগজিন, ২টি সুটারগান ও ২১ রাউণ্ড গুলি। র‌্যাব আটক করেছে ৬টি পিস্তুল, ১০টি ম্যাগজিন, ১টি সুটারগান ও ৩৯ রাউণ্ড গুলি ও বিজিবি আটক করেছে ৩০টি পিস্তুল, ৪২টি ম্যাগজিন, ৮টি সুটারগান ও ১শ’ ২৩ রাউণ্ড গুলি আটক হয়েছে বলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের দেয়া তথ্য থেকে জানাগেছে। বিভিন্ন সংস্থা গত ১১ মাসে বিপুল পরিমাণ অস্ত্র আটক করলেও এর চেয়ে কতগুণ বেশি এসেছে তা বলা সম্ভব নয়। তবে আটকের তথ্য অনুসারে আরো বিপুল পরিমাণ অস্ত্র বিভিন্ন সংস্থার দৃষ্টিকে এড়িয়ে শিবগঞ্জ সীমান্ত দিয়ে এসে দেশের অভ্যান্তরে পাচার হয়ে গেছে। অস্ত্র উদ্ধারের েেত্র পুলিশ, বিজিবি ও র‌্যাব কাহারো অভিযানের ত্র“টি নেই। কিন্তু এই ৩টি সংস্থার চোখকে ফাঁকি দিয়েই একশ্রেণীর অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে অস্ত্র নিয়ে এসে দেশের অভ্যান্তরে পাচার করছে। সীমান্তগুলির মধ্যে রয়েছে শিবগঞ্জের মনোহরপুর, মাসুদপুর, সিংনগর, কিরণগঞ্জ, তেলকুপি, চাকপাড়া, ফতেপুর, শিয়ালমারা ও সোনামসজিদ। একটি সঙ্গবদ্ধ অস্ত্রব্যবসায়ী চক্র বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন রুট দিয়ে এসব অস্ত্র নিয়ে আসছে। সর্বশেষ গত ২ ডিসেম্বর রাতে মনাকষা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমাণ্ডার আঃ জাব্বার গোপন সংবাদের উপর ভিত্তি করে কিরণগঞ্জ সীমান্তের কালীগঞ্জ গ্রামের একটি বাড়ির পিছন থেকে ৩টি বিদেশী পিস্তুল, ৬টি ম্যাগজিন ও ১২ রাউণ্ড গুলি উদ্ধার করে। এছাড়া গত ৪ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান গোপন সংবাদ পেয়ে মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রাম থেকে বাবুল নামে একজন অস্ত্র ব্যবসায়ীসহ ৪টি পিস্তুল, ৭টি ম্যাগজিন ও ১৫ রাউণ্ড গুলি উদ্ধার করেছে। এ অস্ত্র ব্যবসার সাথে অনেক সময় অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার হলেও আইনের ফাঁকফোকড় দিয়ে বেরিয়ে এসে আবারও তারা পূর্বের পেশায় জড়িয়ে পড়ে। বিভিন্ন মহলের প্রশ্ন ভারতীয় সীমান্তরী বাহিনী সীমান্তে কড়া টহল দেয়া স্বত্ত্বেও এসব অস্ত্র ব্যবসায়ীরা তারকাঁটা বেড়া পেরিয়ে অস্ত্র নিয়ে আসছে। যেভাবে অস্ত্র পাচার হয়ে আসছে তাতে দেশের মানুষের জীবনের নিরাপত্তা আতঙ্কিত হয়ে পড়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …