চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ভোলাহাটে নবাগত ইউএনও আবুল হায়াত মো: রফিকের সাথে ভোলাহাট প্রেস কাবের সাংবাদিকদের বৃহস্পতিবার তার কার্যালয়ে বেলা ১১ টার সময় সৌজন্য স্বাাৎ হয়। তাঁর জন্ম রাজশাহী শহরে এবং সেখানেই পড়াশুনা। তিনি রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যায় থেকে পড়াশুনা শেষ করেন। পরে প্রশাসনিক ক্যাডার হিসেবে ২৫তম ব্যাচে উর্ত্তীণ হন। বিভিন্ন স্থানে চাকুরির পর নওগাঁ পতœীতলা উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টলমেন্টের এক্সিকিউটিভ অফিসার(সিইও) হিসেবে কর্মরত থাকা অবস্থায় বদলী হয়ে ভোলাহাট উপজেলায় ২৫ নভেম্বর/১৪ যোগদান করেন। ভোলাহাট প্রেস কাবের সাংবাদিকদের সাথে সৌজন্য স্বাাতের সময় নবাগত ইউএনও আবুল হায়াত মো: রফিক সকল স্তরের পেশাজীবিদের সহযোগিতায় উপজেলার সকল প্রকার উন্নয়ন করার আগ্রহ প্রকাশ করেন। সৌজন্য স্বাাতের সময় ভোলাহাট প্রেস কাবের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক তাজাম্মুল হক আরাফাত, সাবেক সভাপতি ও প্রেস কাব সদস্য রবিউল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …