21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / শিক্ষা / নওগাঁয় বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক সমিতির (বাসমাশিস) ত্রি-বার্ষিক সম্মেলনে নাসরিন সভাপতি, হাসমত আলী সম্পাদক!!

নওগাঁয় বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক সমিতির (বাসমাশিস) ত্রি-বার্ষিক সম্মেলনে নাসরিন সভাপতি, হাসমত আলী সম্পাদক!!

এনবিএনডেক্স: বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক সমিতি (বাসমাশিস) নওগাঁ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নওগাঁ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক নিরঞ্জন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে নাসরিন বানুকে সভাপতি, হাসমত আলীকে সাধারন সম্পাদক এবং মোহাম্মদ আব্দুলাহেল বাক কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পুনাঙ্গ কমিটি গঠন করে। অন্যান্যরা হলেন, সহ-সভাপতি নিরঞ্জন কুমার মন্ডল ও সুভেন্দু কুমার সরকার, যুগ্ম সম্পাদক আতাউলাহ আশফাক ও গোলাম রব্বানী, কোষাধ্য কাবাতুলা, সমাজ কল্যান সম্পাদক আবু তাহের, দপ্তর সম্পাদকআলমাস হোসেন চৌধূরী, প্রচার সম্পাদক সাইদুজ্জামান, সাহিত্য ও সংসআকৃতি সম্পাদক আবু হাসনাত, মহিলা বিষয়ক সম্পাদক মাহফুজা খাতুন ও সদ;স্যরা হলেন, আনোয়ারুল ইসলাম, মখলেছুর রহমান, বিকাশ চন্দ্র মন্ডল, এস,এম জিলুর রহমান, আখতার হামিদ, মতিউর রহমান, সামসুল আলম ও মশিউর রহমান।

আরও পড়ুন...

নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা

এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …