এনবিএনডেক্স: নওগাঁর মহাদেবপুর উপজেলার কর্ণপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছে ছোট ভাই আব্দুল হাই (৩০)। গুরুত্বর আহত হয়েছে আরো দুই ভাই। গত রোববার রাত আনুমানিক ৯ টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে অবস্থার অবনতি হলে আবু বক্কর সিদ্দিককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়েছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, গত রোববার রাতে মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের কর্ণপুর গ্রামে নিজ বাড়ীতে পারিবারিক কলহের জের ধরে মা’কে মারপিট করে বড়ভাই জাহিদ। এ ঘটনায় অপর তিন ভাই প্রতিবাদ করলে বড় ভাই জাহিদ প্তি হয়ে উপর্যূপরি ছুরিকাঘাত করে আব্দুল হাই, আবু সাঈদ ও আবু বক্কর সিদ্দিককে। এতে ঘটনাস্থলেই মারা যায় আব্দুল হাই। গ্রামবাসী গুরুত্বর আহত অবস্থায় আবু সাঈদ (৩২) ও আবু বক্কর সিদ্দিক (৩৫) কে উদ্ধার করে মহাদেবপুর স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করালে সেখানে অবস্থার অবনতি হলে আবু বক্কর সিদ্দিককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা আংশকা জনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। এ ব্যাপারে নিহত আব্দুল হাইয়ের স্ত্রী মুন্নী মালা বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। হত্যা মামলার তদন্তকারী অফিসার এস. আই মোঃ এনামুল হক জানান, ঘটনার পর খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গতকাল সোমবার ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ পলাতক আসামী জাহিদ কে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে সাড়াষী অভিযান পরিচালনা করছে।
আরও পড়ুন...
নওগাঁয় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
এনবিএন ডেক্সঃ নওগাঁয় স্ত্রীকে হত্যার অভিযোগে রেজাউল করিম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ …