7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় জোড়া খুনের ঘটনায় এলাকা থমথমে গ্রেফতারকৃত ৮ জনের দু’দিনের রিমান্ড মঞ্জুর-র‌্যাব কর্তৃক আটক-১!!

নওগাঁয় জোড়া খুনের ঘটনায় এলাকা থমথমে গ্রেফতারকৃত ৮ জনের দু’দিনের রিমান্ড মঞ্জুর-র‌্যাব কর্তৃক আটক-১!!

এনবিএনডেক্স: নওগাঁ সদর উপজেলার চকপ্রাচী  গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে জোড়া খুনের ঘটনায় গ্রেফতারকৃত সন্দেহভাজন ৮ আসামিকে গতকাল বুধবার আদালতে নিয়ে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত আসামিদের ২ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন। নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সমীর কুমার সূত্রধর জানান, মামলায় আরও ৩ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে এই মামলার আসামি সংখ্যা দাঁড়িয়েছে মোট ২৯ জন। এদিকে গতকাল বুধবার সরেজমিন চকপ্রাচী গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। মামলার এজাহারে যাদের নাম রয়েছে ইতোমধ্যে তারা গ্রাম ছেড়ে অন্যত্র আত্মগোপন করেছে। নিরাপত্তার কারণে সর্বণ গ্রামের গুরুত্বপূর্ণ স্থানসমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ও’সি) জাকিরুল ইসলাম ও পরিদর্শক (তদন্ত) সমীর কুমার সূত্রধর ঘটনাস্থলে উপস্থিত হয়ে নজড়দারি করছেন। পুলিশের নিরাপত্তার কারণে চকপ্রাচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত কাস হচ্ছে। তবে গ্রামের রাস্তাগুলোয় লোক চলাচল কম ছিল। এলাকাবাসীর চোখেমুখে এখনো আতংক ল্যণীয়। দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে হত্যার শিকার দু’ই ভাইয়ের স্মরণে শোক র‌্যালি করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। গতকাল বুধবার দুপুরে শহরের আওয়ামী লীগের জেলা কার্যালয় থেকে র‌্যালিটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিম আহম্মেদ নাসিম। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদণি করে। কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমনসহ জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। তারা অহিদুল ও শাহীন হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও দোষীদের দ্রুত শাস্তি দাবি করেন। উল্লেখ, আধিপত্য   বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে গত রোববার দিবাগত রাতে খুন হন নওগাঁ সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি অহিদুল হক (৪০) ও তার ছোট ভাই যুবলীগের চকপ্রাচি আঞ্চলিক কমিটির সহ সভাপতি শাহীন (৩৮)। নিহতরা নওগাঁ সদর উপজেলার চকপাচী গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। অপরদিকে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় র‌্যাব-৫ এক ঝটিকা অভিযান চালিয়ে ওই হত্যা মামলার প্রধান আসামী শওকতকে আত্রাইয়ের কালিকাপুর থেকে গ্রেপ্তার করেছে। এছাড়া পুলিশের কয়েকটি টিম এই হত্যাকান্ডের আসামীদের গ্রেফতারের কাজ করছে বলে ও’সি জানান।

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …