24 Chaitro 1431 বঙ্গাব্দ সোমবার ৭ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর মহাদেবপুরে চিকিৎসার নামে ভন্ড কবিরাজের প্রতারণা-অবশেষে গ্রেফতার!!

নওগাঁর মহাদেবপুরে চিকিৎসার নামে ভন্ড কবিরাজের প্রতারণা-অবশেষে গ্রেফতার!!

এনবিএনডেক্স: নওগাঁর মহাদেবপুরের বহুল আলোচিত ভন্ড কবিরাজ জাহাঙ্গীর আলম ওরফে ভন্ড স্বপন কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। মহাদেবপুর থানা পুলিশ গতকাল বুধবার দুপুরে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। স্বপন কবিরাজ উপজেলার খোর্দ্দনারায়নপুর গ্রামের নুরুল ইসলাম মাষ্টারের ছেলে বলে জানা গেছে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভুঁয়া কবিরাজীর মাধ্যমে বাড়ির পার্শ্বে ১টি মাজার বানিয়ে মানুষকে ধোকা দিয়ে ল ল টাকা হাতিয়ে নিচ্ছিল ওই ভন্ড কবিরাজ। তার অপচিকিৎসার কারনে এলাকার অনেক মানুষের তি সহ ১ রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে। অপচিকিৎসার কারনে তিগ্রস্থদের দ্বারা ইতিমধ্যে তার বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের হলেও সে দাপটের সাথে তার অপচিকিৎসা চালিয়ে যাচ্ছিল। পুলিশ তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার ওয়ারেন্ট মূলে  তাকে গ্রেফতার করে। এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ও’সি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …