এনবিএনডেক্স: নওগাঁ জেলার ধামইরহাটে পিতার ছুরিকাঘাতে মেয়ের প্রেমিক জখম হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার মধ্যরাতে উপজেলার চকশবদল গ্রামে। জানা যায়, চকশবদল গ্রামের ওবাইদুলের ছেলে শাহজাহান (২০) দীর্ঘদিন থেকে পার্শ্ববর্তী বাসুদেবপুর গ্রামের আবু কালাম (৪৫) এর মেয়ের সঙ্গে প্রেম করে আসছিল। এতে মেয়ের বাবা প্তি হয়ে ঘটনার দিন সু-কৌশলে লাঠির মাথায় চাকু বেধে ঘরের জানালা দিয়ে ঘুমন্ত অবস্থায় শাহজাহানের পেটে আঘাত করে জখম করে। এ সময় শাহজাহান আচমকা লাঠি ধরে ফেলে এবং চিৎকার করলে আবু কালাম পালিয়ে যায়। স্থানীয় ও ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, আবু কালামের মেয়ের সাথে শাহজাহানের প্রেমের সম্পর্ক থাকায় আবু কালাম সম্পর্কটি সহ্য করতে না পেরে তাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করেন। জখমী শাহজাহান বর্তমানে ধামইরহাট হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …