22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁ থেকে ছেড়ে যাওয়া চাল বোঝাই ট্রাক গাজীপুরে ছিনতাই: চালক-হেলপার আহত!!

নওগাঁ থেকে ছেড়ে যাওয়া চাল বোঝাই ট্রাক গাজীপুরে ছিনতাই: চালক-হেলপার আহত!!

এনবিএনডেক্স: নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া ৩০২ বস্তা চাল বোঝাই একটি ট্রাক ছিনতাই হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মহাসড়কের পাশে সাহেব বাজারের মিনার হোটেলের সামনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাকের চালক পঙ্কজ সরকার (৩৫) ও হেলপার রাম (২৮) গুরুত্বর আহত হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে কালিয়াকৈর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে (গতকাল সোমবার) তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পঙ্কজ মহাদেবপুর উপজেলার দোহালী গ্রামের মৃত বিভুতি ভুষন সরকারের ছেলে এবং রাম একই উপজেলার শিবরামপুর গ্রামের প্রফুল্ল পাহানের ছেলে। এ ব্যাপারে গত রোববার রাতে কালিয়াকৈর থানায় মহাদেবপুরের প্রিয়াংকা ট্রেডাসের মালিক মিলন কুমার সরকার একটি জিডি করেছেন। জিডি ও মালিক সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে মহাদেবপুর থেকে ২৫৪ বস্তা চিনি আতব (৫০কেজি) চালও চিনি আতবের ৪৮ বস্তা বোঝাই একটি (ঢাকা মেট্রো-ট-১৪-৩২৪৮) ট্রাক ঢাকার নারায়নগঞ্জ এর উদ্দেশ্যে ছেড়ে যায়। রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মহাসড়কের পাশে মিনার হোটেলে ট্রাকটি থামিয়ে খাবার খাচ্ছিল। এ সময় অজ্ঞাতনামা ১০-১২জন ছিনতাইকারী ড্রাইভার ও হেলপারকে কোমল পানীয় খাইয়ে ট্রাকে তুলে নিয়ে নারায়নগঞ্জ এর দিকে যাওয়ার সময় বাড়ইপাড়া স্টেশনে ফেলে ট্রাক নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা হাসপাতালে ভর্তি করে। পুলিশ গতকাল সোমবার মুন্সীগঞ্জ জেলার মাওয়া এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করলেও চাল উদ্ধার বা কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে কালিয়াকৈর থানার ও’সি ওমর ফারুক জানায়, চাল উদ্ধারের তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …