23 Magh 1431 বঙ্গাব্দ বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় খান ফাউন্ডেশানের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত!!

নওগাঁয় খান ফাউন্ডেশানের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত!!

এনবিএনডেক্স: গনতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরন, আইন ও মানবাধিকার প্রতিষ্ঠা, নারী, শিশু পাচার ও নির্যাতন প্রতিরোধ, আর্থসামাজিত উন্নয়ন, এ্যাডভোকেসী এবং সোস্যাল মবিলাইজেশান, গনতন্ত্রের চর্চাকে অর্থবহ করা এবং সকল পর্যায়ে গনতান্ত্রিক সংস্কৃতির বিকাশ, সেবা দাতা ও সেবা গ্রহিতাদের মধ্যে আন্তঃ সর্ম্পক স্থাপন, স্থানীয় পর্যায়ে সরকারী সেবার মান উন্নয়নে জনপ্রতিনিধি এবং সেবা প্রদানকারী কর্তৃপ নাগরিকদের দায়িত্ব করনীয়, জনসচেতনতা সৃষ্টিতে জনগনের ঐক্যমত গড়ে তোলার উদ্দেশ্যে নওগাঁয় খান ফাউন্ডেশানের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এনামুল হক। সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কে অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মেহেদী উল সহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে, পৌর মেয়র নাজমুল হক সনি, নওগাঁর যুগ্ম জেলা ও দায়রা জজ ও লিগ্যাল এইড অফিসার জিয়াউর রহমান, প্যানেল মেয়র আঃ ওয়াহাব, সদর উপজেলা নির্বাহী অফিসার বেগম হাছিনা আকতার, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান পারভীন আকতার, বক্তারপুর ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জুয়েল,  খান ফাউন্ডেশানের প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান,অপরাজিতা উপজেলা ফোরামের সভাপতি দেওয়ান শাহীনা আকতার, সাধারন সম্পাদক মরিয়ম বেগম, ফিল্ড সমন্নয়কারী মাসুদুর রহমান ও নুরুজ্জামান বুলবুল প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন...

নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …