22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় র‌্যাব কর্তৃক বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার সহ ০২ জন গ্রেফতার !!

নওগাঁয় র‌্যাব কর্তৃক বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার সহ ০২ জন গ্রেফতার !!

এনবিএনডেক্স: নওগাঁয় র‌্যাব বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধারসহ ২ জন কে গ্রেফতার করেছে বলে জানা গেছে। র‌্যাব-৫ সূত্রে জানা যায়, বাগমারা ক্যাম্পের ১টি অপারেশন দল গত শনিবার দিবাগত রাত আনুমানিক ৪টার সময় (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে জেলার আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলষ্টেশন বাজার এলাকায় ১ ঝটিকা অভিযান চালিয়ে নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল, ২টি মোবাইল সেট সহ নগদ ৮৩৩ উদ্ধার করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা  প্লাষ্টিকের সাদা বস্তা হাতে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা তাদের আটক করে তল্লাশী চালিয়ে তাদের নিকট থেকে ঐসব মাদক উদ্ধার করে। আটককৃতরা হলো বগুড়া জেলার আদমদীঘি থানার সান্তাহার চা বাগান এলাকার মৃত চান্দু প্রামানিকের ছেলে আব্দুর রহমান (৩৮) ও  একই এলাকার ষ্টেশন কলোনীর শ্রী রবীন্দ্রনাথ মোহন্তের ছেলে নব মুসলিম আব্দুর রাজ্জাক (৪০) বলে জানা গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে র‌্যাব কর্তৃপ নিশ্চিত করেছে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …