22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / সাতীরার প্রাথমিক সমাপনী পরীায় মোট পরীার্থী ৪০২৯০!!

সাতীরার প্রাথমিক সমাপনী পরীায় মোট পরীার্থী ৪০২৯০!!

আব্দুর রহমান,সাতক্ষীরা ॥ প্রাথমিক ও ইবতেদায়ী শিা সমাপনী পরীা শুরু হবে আগামী ২৩ নভেম্বর। এবছর প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় সাতক্ষীরার মোট ৪০২৯০ জন শিার্থী অংশ গ্রহণ করবে। প্রাথমিক শিা সমাপনী পরীায় ৩৫৫৩৭ জন এবং ইবতেদায়ী শিা সমাপনী পরীায় ৪৭৫৩ জন। এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ছেলের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি। মোট ছেলে ১৭১৮৭ জন এবং মেয়ে ১৮৩৫০ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীায় মোট ছেলে ২২৬১ জন এবং মেয়ে ২৪৯২ জন। এবছর জেলার মোট ৮৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সদর উপজেলা থেকে মোট ৭৩২৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবে। তার মধ্যে ছেলে ৩৭৯৫ জন এবং মেয়ে ৩৫৩১ জন। আশাশুনি উপজেলা থেকে ৫১৯৩ জন শিক্ষার্থী। তার মধ্যে ছেলে ২৫৩৫জন এবং মেয়ে ২৬৫৮ জন। কলারোয়া উপজেলা থেকে ৪১৭৯ জন শিক্ষার্থী। তার মধ্যে ছেলে ১৯৯৮ জন এবং মেয়ে ২১৮১ জন। কালিগঞ্জ উপজেলা থেকে ৫১৪২ জন শিক্ষার্থী। তার মধ্যে ছেলে ২৪৫৯ জন এবং মেয়ে ২৬৮৩ জন। তালা উপজেলা থেকে ৫২৫২ জন শিক্ষার্থী। তার মধ্যে ছেলে ২৪৭৭ জন এবং মেয়ে ২৭৭৫ জন। দেবহাটা উপজেলা থেকে ১৯৪৮ জন শিক্ষার্থী। তার মধ্যে ছেলে ৯২৫ জন এবং মেয়ে ১০২৩ জন। শ্যামনগর উপজেলা থেকে ৬৪৯৭ জন শিক্ষার্থী। তার মধ্যে ছেলে ২৯৯৮ এবং মেয়ে ৩৪৯৯ জন। এছাড়া ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় সদর উপজেলা থেকে ১২২২ জন শিক্ষার্থী। তারমধ্যে ছেলে ৬০৩ জন এবং মেয়ে ৬১৯ জন। আশাশুনি উপজেলা থেকে ৬৮২জন শিক্ষার্থী। তার মধ্যে ছেলে ৩১৭ জন এবং মেয়ে ৩৬৫ জন। কলারোয়া উপজেলা থেকে ৫৩৪ জন শিক্ষার্থী। তার মধ্যে ছেলে ২৬২ জন এবং মেয়ে ২৭২ জন। কালিগঞ্জ উপজেলা থেকে ৫২৪ জন শিক্ষার্থী। তার মধ্যে ছেলে ২৫০ জন এবং মেয়ে ২৭৪ জন। তালা উপজেলা থেকে ৬৪৬ জন শিক্ষার্থী। তার মধ্যে ছেলে ৩০০ জন এবং মেয়ে ৩৪৬ জন। দেবহাটা উপজেলা থেকে ২৭০ জন শিক্ষার্থী। তার মধ্যে ছেলে ১৩৬ জন এবং মেয়ে ১৩৪ জন। শ্যামনগর উপজেলা থেকে ৮৭৫ জন শিক্ষার্থী। তার মধ্যে ছেলে ৩৯৩ জন এবং মেয়ে ৪৮২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। এব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফ হোসেন জানান, আসন্ন প্রাথমিক ও ইবতেদায়ী পরীা সুন্দরভাবে সম্পন্ন করতে পরিকল্পনা অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। প্রাথমিক শিার গুণগত মানোন্নয়নের জন্য গত ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীা চালু হয়েছে। ২০১০ সাল থেকে ইবতেদায়ী শিা সমাপনীও এর ধারাবাহিকতায় যুক্ত হয়। গত পাঁচ বছর ধরেই নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে এ  পরীা অনুষ্ঠিত হয়। সে অনুসারে এবারও ২৩ নভেম্বর  শুরু হয়ে এটি ৩০ নভেম্বরে শেষ হবে বলে জানান তিনি।
আগামী ২৩ নভেম্বর প্রাথমিকের ইংরেজি, ২৪ নভেম্বর বাংলা, ২৫ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, একইদিন ইবতেদায়ী পরিবেশ পরিচিতি/সমাজ পরিচিত বিজ্ঞান, ২৬ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, একই দিন ইবতেদায়ীর আরবি, ২৭ নভেম্বর ধর্ম ও নৈতিকতা শিা, একই দিন ইবতেদায়ীর কুরআন ও তাজবীদ এবং আকাইদ ও ফিকহ্, ৩০ নভেম্বর গণিত পরীা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীা বেলা ১১ টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত চলবে। ৬টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …