7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় লুণ্ঠিত ধান ও গম বীজ মহাদেবপুরে উদ্ধারঃ গ্রেফতার ১!!

নওগাঁয় লুণ্ঠিত ধান ও গম বীজ মহাদেবপুরে উদ্ধারঃ গ্রেফতার ১!!

এনবিএনডেক্স: নওগাঁর ধামইরহাট উপজেলার কারিগরী কলেজের সামনে সড়কে গাছের গুড়ি ফেলে বীজ বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় মোস্তাক আহম্মেদ ওরফে মোস্তাক (৩২) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে পাশের জয়পুরহাট জেলা সদর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোস্তাক জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা গ্রামের মৃত আখের আলীর ছেলে। এদিকে তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক পুলিশ ওই দিন দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তর গ্রামের চাতাল ব্যবসায়ী আমিনুল ইসলামের গুদাম থেকে চটের বড় বস্তায় ১ হাজার ৩৮০ কেজি গম ও ধান বীজ উদ্ধার করে। ধামইরহাট থানার ওসি মির্জা আব্দুস সালাম জানান, গত ১ নভেম্বর রাতে ঘটনাস্থলে গাছের গুড়ি ফেলে দুর্বৃত্তরা ফার্নিচার ও বীজ বোঝাই দুটি ট্রাক লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই পাশের জয়পুরহাট ও আক্কেলপুর থেকে খালি ট্রাক দুটি উদ্ধার করা হয়। তবে ট্রাকে থাকা ২০ কেজির বস্তায় ৭২৫ বস্তা গম বীজ ও ১০ কেজির বস্তায় ২০০ বস্তা ধান বীজসহ ১৬ হাজার ৫০০ কেজি বীজ পাওয়া যায়নি।  তৎপরবর্তী অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত এ পর্যন্ত মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং লুষ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …