22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় মাদক সম্রাজ্ঞী আলো গ্রেফতার!!

নওগাঁয় মাদক সম্রাজ্ঞী আলো গ্রেফতার!!

এনবিএনডেক্স: নওগাঁর বহুল আলোচিত মাদক সম্রাজ্ঞী আলোকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এ এস পি (সদর) মোহসীন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে নওগাঁ শহরস্থ চকদেব (নুনিয়াপট্টি) মহল্লায় এক ঝটিকা অভিযান চালিয়ে শ্রীমতি আলো রানী (৩৫) কে গত রবিবার সন্ধ্যায় তার বাড়ি থেকে পুলিশ আটক করে। এ সময় পুলিশ তার দেহ তল্লাশী করে ১৮ পুড়িয়া হিরোইন ও ৩২ পিচ ইয়াবা টাবলেট উদ্ধার করে। আলো রানী ঐ এলাকার শুম্ভু মহন্তের মেয়ে বলে জানা গেছে। উল্লেখ্য দীর্ঘদিন থেকে দ্যাপটের সাথে আলো রানী মাদকের ব্যবসা করে আসছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। এ বিষয়ে নওগাঁ থানায় ১টি মামলা হয়েছে। গতকাল সোমবার আলো রানীকে নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …