21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর মহাদেবপুরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে গ্রামবাসী কর্তৃক গণধোলাই অতঃপর থানায় সোপর্দ!!

নওগাঁর মহাদেবপুরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে গ্রামবাসী কর্তৃক গণধোলাই অতঃপর থানায় সোপর্দ!!

এনবিএনডেক্স: নওগাঁর মহাদেবপুরে এক স্কুলছাত্রীকে অপহরণের সময় জনতা আলম (২৬) নামে এক বখাটেকে আটক করেছে। গ্রামবাসীরা জানান, গত সোমবার উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের সপ্তম শ্রেণীতে পড়–য়া এক স্কুলছাত্রী শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আসার সময় ওই গ্রামের মিরাজ উদ্দিন কবিরাজের বখাটে ছেলে আলম কবিরাজ তাকে গ্রামের রাস্তায় একা পেয়ে অপহরণ করে তুলে নিয়ে যাবার চেষ্টা করে। মেয়েটির চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে ও বখাটে আলমকে আটক করে তাকে দড়ি দিয়ে বেঁধে বেদম মারপিট করে ওই দিন মহাদেবপুর থানায় পুলিশের নিকট সোপর্দ করে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ও’সি) শরিফুল ইসলাম জানান, আটককৃত আলমকে গুরুত্বর আহত অবস্থায় গ্রামবাসী থানায় নিয়ে আসলে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে গতকাল মঙ্গলবার মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …