21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / ভ্রাম্যমান আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড——-নওগাঁর ধামইরহাটে ছাত্রকে জখম করে সাইকেল ছিনতাইকারী গ্রেফতার!!

ভ্রাম্যমান আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড——-নওগাঁর ধামইরহাটে ছাত্রকে জখম করে সাইকেল ছিনতাইকারী গ্রেফতার!!

এনিবএনডেক্স: নওগাঁর ধামইরহাটে ১২ ঘন্টার ব্যবধানে স্কুল ছাত্রকে ছুরিকাঘাত করে সাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ ছিনতাইকারীকে আটক করেছে। আটককৃত আসামী উপজেলার আলতাদীঘি গ্রামের বাবলুর ছেলে রানা (২৫) বলে জানা গেছে। উলেখ্য গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে কেজি স্কুলের ৩য় শ্রেনীর ছাত্র আরাফাতকে জখম করে ওই আসামী তার সাইকেল ছিনিয়ে নেয়। এ ঘটনায় সংশিষ্ট স্কুলের সভাপতি ধামইরহাটের ইউএনও হোসেন আহমেদ থানা পুলিশকে ছিনতাইকারীকে দ্রুত আটকের নির্দেশ দেন। পরে ধামইরহাট থানা পুলিশ এক ঝটিকা অভিযান চালিয়ে ওই দিন সন্ধ্যায় ছিনতাইকারী কে তার বাড়ী থেকে আটক করে। পরে মামলার ভিকটিম নাবালক হওয়ায় ইউএনও হোসেন আহমেদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছিনতাইকারী রানাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …