21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় আসামীর হুমকিতে বাদীনি ঘর ছাড়া!!

নওগাঁয় আসামীর হুমকিতে বাদীনি ঘর ছাড়া!!

এনবিএনডেক্স: নওগাঁয় এক প্রভাবশালী নারী শিশু মামলার আসামীর হুমকিতে বাদীনি ভয়ে স্বামীর ঘর ভিটা ছেড়ে বিভিন্ন জায়গায় সু-বিচারের জন্য ধর্না দিচ্ছে বলে জানা গেছে। ভিকটিমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় নওগাঁ সদর থানাধীন নারায়নপুর গ্রামের দিন মজুর আব্দুল হাকিমের স্ত্রী সুমি বেগম (২২) কে একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রেজাউল ইসলাম (৩৭) অপহরণ করে জেলার আত্রাই উপজেলা এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনার প্রেেিত ভিকটিম সুমি বেগম বাদী হয়ে আত্রাই থানায় ১টি মামলা করে যার নম্বর ০৪/১৬৩ তাং ২ নভেম্বর/১৩ ইং। উক্ত মামলা করায় ওই আসামী মামলা তুলে নেওয়ার জন্য বাদীনিকে হুমকি ধামকি সহ মারপিট করে। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানায় বাদীনি ১টি সাধারণ ডায়েরী করেন যার নম্বর ১৪৬২ তাং ৩১ মার্চ/১৪ ইং। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে নওগাঁ বিজ্ঞ জজ আদালতে আসামীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ওই আসামী আদালতে জামিন নিতে আসলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন। পরিশেষে মামলাটি দু’ পরে মধ্যে আপোষ হয়েছে মর্মে মহামান্য হাইকোর্টে এমন ভূঁয়া তথ্য উপস্থাপন করে গত ১৩ জুলাই/১৪ ইং তারিখে জামিনে এসে উক্ত আসামী বাদীনি ও তার পরিবারের উপর হুমকি ধামকি দিতে শুরু করে। অবশেষে গত ২৭ জুলাই/১৪ ইং তারিখে আসামী বাদীনির ভাসুর হাসিব কে মারপিট করে গুরুত্বর জখম করে। বর্তমানে ওই আসামী ও তার দুই ভাই আজিজুল ও এনামুল বাদীনি কে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে এবং স্বাীদের ওই মামলায় স্বাী না দেওয়ার জন্য ভয় ভীতি দেখাচ্ছে এ কারনে বাদীনি নওগাঁ সদর মডেল থানায় পূনরায় ১টি সাধারণ ডায়েরী করেন যার নম্বর ২৬৫ তাং ৬ নভেম্বর/১৪ ইং। বর্তমানে আসামীদের সন্ত্রাসী কার্যকলাপের ভয়ে ভিকটিম তার জান মাল রার জন্য স্বামীর ভিটা বাড়ি ছেড়ে মানবেতর জীবন যাপন করছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। গ্রামবাসী ওই মানবরুপি পশু রেজাউলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের নিকট আশু হস্তপে কামনা করেছেন।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …