এনবিএনডেক্স: নওগাঁ সদর উপজেলার গাংজোয়ার উচ্চ বিদ্যালয় এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় গাংজোয়ার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়েজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বকুল হোসেন।
নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মালেক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহার আলী মন্ডল, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, জেলা ছাত্রলীগেল সাধারন সম্পাদক বিমান কুমার সাহা এবং সান্তাহার ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুজ্জামান বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব, ৯নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মোঃ নকিমুদ্দিন, সহ-সভাপতি মোঃ হুমায়ুন খাঁন, সমাজ সেবক আলহাজ্ব তছির উদ্দিন সরদার, গাংজোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইনুল হক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ, চুনিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা প্রমূখ।
পরে প্রধান অতিথি বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী, এস,এস,সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রী এবং বিভিন্ন শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।
আরও পড়ুন...
নওগাঁয় বাস ডাকাতির ৬ ডাকাত গ্রেফতার
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে …