7 Srabon 1432 বঙ্গাব্দ মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় অগ্নিকান্ডে বাড়ী ঘর ভূষ্মিভূত!!

নওগাঁয় অগ্নিকান্ডে বাড়ী ঘর ভূষ্মিভূত!!

এনবিএনডেক্স: নওগাঁয় অগ্নিকান্ডে এক বাড়ী ভূষ্মিভূত হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে নওগাঁ সদরের শিবপুর বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় ওই এলাকার মৃত করুণাকান্ত প্রামানিকের ছেলে অরুণ কুমার প্রামানিকের বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে অল্প সময়ের মধ্যেই তার বাড়ীটি পুড়ে ভূষ্মিভূত হয়ে যায়। বাড়ীর মালিক অরুণ কুমার তাৎণিক ভাবে নওগাঁ ফায়ার সার্ভিস কে সংবাদ দিলে তারা প্রায় আধা ঘন্টা ধরে চেষ্ঠা করে আগুন নিয়ন্ত্রনে আনে। বাড়ীর মালিক জানায় এই অগ্নিকান্ডে তার আনুমানিক ২ লাধিক টাকার য় তি হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

নওগাঁ প্রতিনিধিঃ মাইটিভির ব্যবস্থপনা পরিচালক ও চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান …