এনবিএনডেক্স: নওগাঁর সাপাহারে অসামাজিক কার্যকলাপের সময় ২ নারী ও ৩ পুরুষ কে হাতে নাতে আটক করে উত্তম মধ্যম দিয়ে থানায় সোপর্দ করেছে গ্রাম বাসী। থানা সুত্রে জানা গেছে, সাপাহার উপজেলার তিলনা ইউ,পির ইলিমপুর গ্রামের আঃ রহমানের বাড়ীতে গত শনিবার এক যৌন কর্মী ও ২জন খদ্দের অসামাজিক কার্যকলাপে লিপ্ত হলে গ্রামবাসী টের পায়। এসময় তারা ওই বাড়ীটিকে ঘিরে ফেলে বাড়ী তল্লাসী করে হাতে নাতে যৌনকর্মী পরী বিবি (২৬) খদ্দের রবিউল (৩৫) নুরুজ্জামান (২৫) ও অসামাজিক কাজে বাড়ীতে আশ্রয় দাতা আঃ রহমান (৭০) ও তার স্ত্রী আলতা বানু (৫০) কে ধরে উত্তম মধ্যম দিয়ে থানায় সোপর্দ করে। জনতার হাতে আটক যৌনকর্মী পরী বিবি নওগাঁ সদর উপজেলার আরজি নওগাঁ মোল্লাপাড়ার মাহবুব এর স্ত্রী এবং খদ্দের রবিউল চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ গোপালপুর গ্রামের মজিবুর রহমানের পুত্র ও নূরুজ্জামান পোরশা উপজেলার পাঁচরাই গ্রামের আব্দুল জব্বারের পুত্র বলে জানা গেছে। এ বিষয়ে সাহাপার থানার অফিসার ইনচার্জ (ও’সি) আব্দুর রফিকের সঙ্গে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান এ বিষয়ে সাপাহার থানায় একটি মামালা হয়েছে। গতকাল রোববার আসামীদের নওগাঁ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …