এনবিএনডেক্স: নওগাঁর সাপাহারে এক মহিলার অসামাজিক কার্যকলাপে অতিষ্ট হয়ে প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করে উল্টো বিপদে পড়েছে গ্রামবাসী। থানায় দায়ের করা অভিযোগ ও সরজমিনে জানা গেছে, উপজোলার মদনশিং অমরপুর আদর্শ গ্রামের মোজাহার এর বাসায় তার মেয়ে মাহমুদা ও প্রতিবেশি মোকছেদ আলীর স্ত্রী রশিদা দীর্ঘদিন যাবত অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। সম্প্রতি গ্রামবাসী মোজাহারের বাড়ী থেকে মাহমুদা ও খদ্দের পার্শ্ববর্তী খিদিরপুর গ্রামের শমসের আলীর পুত্র রশিদ কে হাতে নাতে আটক করে সাপাহার থানা পুলিশের হাতে সোপর্দ করে এবং গ্রামবাসী তাদেরকে এই কু-পথ থেকে ফিরে আসার জন্য অনেক সৎপরামর্শ প্রদান করে। কিন্তু তারা সে পথ থেকে ফিরে না এসে তাদের অসামাজিক কার্যকলাপ অব্যাহত রাখলে গ্রামবাসী ১ অক্টোবর থানায় একটি লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে এস আই মামুনুর রশিদ গত ২৮ অক্টোবর উক্ত গ্রামে গিয়ে উল্টো গ্রামবাসীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও কড়া ভাষায় শাসিয়ে আসে। গ্রামের পরিবেশ ভালো রাখতে গিয়ে উল্টো পুলিশের হুমকিতে গ্রামবাসী দিশেহারা হয়ে পড়েছে। গ্রামবাসীরা গ্রামের পরিবেশ ও সামাজিকতা ঠিক রাখতে গ্রাম্য এক শালিশে অভিযযুক্ত দের ভালো হওয়া অথবা সরকারী সম্পত্তি থেকে অন্যত্র সরিয়ে বাসা তৈরী করার পরামর্শ দেন। সে সাথে তারা আদর্শ গ্রামের পরিবেশ সমন্নত রাখার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের হস্তপে কামনা করেছেন। অপর দিকে এ বিষয়ে অভিযুক্ত মোকছেদ আলী তার স্ত্রী রশিদা ও মোজাহার আলীর সাথে কথা হলে তারা তাদের বিরুদ্ধে গ্রামবাসীর আনা অভিযোগটি অস্বীকার করেন।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …