15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় শিবিরের সভাপতিসহ গ্রেফতার-৪!!

নওগাঁয় শিবিরের সভাপতিসহ গ্রেফতার-৪!!

এনবিএনডেক্স: নওগাঁর মহাদেবপুর উপজেলা শিবিরের সাবেক সভাপতিসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের মডেল স্কুলের মোড় এলাকা থেকে পিকেটিং করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। মহাদেবপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে সারা দেশের ন্যায় মহাদেবপুর উপজেলা সদরে হরতাল চলাকালীন সময়ে তারা পিকেটিং করে। এ অপরাধে উপজেলা শিবিরের সাবেক সভাপতিসহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলা সদরের দুলালপাড়া মহল্লার আজিজুল হকের ছেলে শিবিরের সাবেক সভাপতি মেহেদী হাসান (২৮), শিবির কর্মী উপজেলার ফাজিলপুর গ্রামের ময়নুল ইসলামের ছেলে আবু হানিফ (২৩), শিবির কর্মী উপজেলার মহিনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুর রাজ্জাক (২২) ও শিবির কর্মী বেহাজত কাচলাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে রইচ উদ্দিন (৩২)। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে। সেই সাথে উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …