এনবিএনডেক্স: নওগাঁয় অতিচেনা অনেক বন্যপ্রাণী প্রকৃতি থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে। মানুষের হিংস্রতা আর প্রকৃতির বৈরীতায়ই মূলত অতিচেনা এসব বন্যপ্রাণী হারিয়ে যাচ্ছে। প্রাণীগুলোর মধ্যে রয়েছে বনবিড়াল, বেজী, শিয়াল ও খেকশিয়ালসহ পরিচিত নানা প্রাণী। এরা সাধারণত রাতে বন-জঙ্গলে ঘুরে আহার শিকার করে। দিনের বেলা মাটির গর্তে লুকিয়ে থাকে। নিকট অতীতেও এসব প্রাণীর হাঁকডাকে সরব থাকতো পল্লীগ্রামের রাতের পরিবেশ। কিন্তু এখন এই প্রাণীদের হাঁকডাক এখন আর তেমন শোনাই যায় না। সে সময়গুলোতে এসব প্রাণীর হাঁকডাক ও চিৎকারে মনে হতো ওরা যেন মিছিল করছে। এমনও নজির আছে এ প্রাণীদের হাঁকডাক ও চিৎকারে চোর-ডাকাতরাও বুকের বল হারিয়ে চুরি না করে পালিয়ে গেছে। কিন্তু সেসব এখন শুধুই স্মৃতি হয়ে রয়েছে। প্রকৃতি থেকে আশঙ্কাজনক হারে বনজঙ্গল কমে যাওয়ার সাথে সাথে বন্যপ্রাণীগুলোও হারিয়ে যেতে বসেছে। প্রাণীগুলোর মধ্যে হাতেগোনা দু’একটির হঠাৎ হাঁকডাক শোনা ও দেখা গেলেও হিংস্র শিকারিদের কারণে অবশিষ্ট এ প্রাণীগুলোও এখন বিলীন হওয়ার পথে। নওগাঁর মহাদেবপুরসহ আশপাশ এলাকায় এখন হরহামেশাই শিকারির দেখা পাওয়া যায়। তাদের হাতে থাকে তীর, ধনুক, বল্লম, লাঠি ও কোদালসহ দেশী নানা অস্ত্র। প্রাণী শিকারের কাজে তারা দেশী অস্ত্র ব্যবহার করে। ল্য করা যায়, শিকারিরা খুঁজে খুঁজে বনবিড়াল, বেজী, শিয়াল ও খেকশিয়ালসহ নানা প্রাণী মেরে লাঠিতে ঝুলিয়ে নিয়ে যায়। শিকারিদের সাথে কথা বললে তারা জানায়, খাওয়ার জন্য এসব প্রাণী তারা জঙ্গলে জঙ্গলে ঘুরে শিকার করলেও প্রাণীগুলোর চামড়া তারা উচ্চমূল্যে বিক্রি করে দেয়। শিকারি সমরাজ জানায়, বছরের কার্তিক, অগ্রহায়ণ, পৌষ ও মাঘ এ কয় মাসের পুরোটাই তারা এ সমস্ত প্রাণী শিকার করে থাকে। শিকারের জন্য শুধু নওগাঁ নয় বরং তারা বিভিন্ন জেলার বনজঙ্গলে হানা দেয়। শিকারি দলের সদস্যরা জানায়, শুধু তারাই নয় এরকম অনেক দল আছে যারা এসব প্রাণী শিকারের জন্য এ সময় বিভিন্ন জেলার বনজঙ্গল এবং মাঠে মাঠে তীর, ধনুক, বল্লম, কোদাল ও লাঠি হাতে চলাচল করে। এভাবে একেক দল প্রতিদিন ১৫/২০টি করে প্রাণী শিকার করে। এভাবে বন্যপ্রাণী শিকার করা আইনত নিষিদ্ধ এ বিষয়টি তাদের কেউই জানেনা বলে জানায়।
আরও পড়ুন...
নওগাঁর নিয়ামতপুরে সমতল আদিবাসীদের মিলন মেলায় ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতায় আদিবাসীরা মানুষ হয়েছে, আদিবাসীরা পুরোপুরি মানুষ না হলেও বারো আনা মানুষ হয়েছে ————————————–খাদ্যমন্ত্রী
এন বিএন ডেক্সঃ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অর্থাৎ আদিবাসীরা মানুষ হয়েছে, তবে পুরোপুরি মানুষ না হলেও বারো …