22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর রাণীনগর-সান্তাহার বাইপাস সড়কের ৮ কিলোমিটারে ৭টি কালভার্ট ঝুঁকিপূর্ণ!!

নওগাঁর রাণীনগর-সান্তাহার বাইপাস সড়কের ৮ কিলোমিটারে ৭টি কালভার্ট ঝুঁকিপূর্ণ!!

এনবিএনডেক্স: নওগাঁর রাণীনগর-সান্তাহার আঞ্চলিক মহাসড়কের মাত্র ৮কিলোমিটারে  রয়েছে ৭টি ঝুঁকিপূর্ণ কালভার্ট বা ছোট আকারে ব্রিজ। দীর্ঘদিন  পূর্বে তৈরি করা এসব কালভার্টের প্রসস্ততা বর্তমান তৈরিকৃত সান্তাহার-নাটোর বাইপাস  মহাসড়কের চেয়ে প্রায় আকারে ৪ফুট কম। আবার কোনটি সড়কের চেয়ে অনেক উচুঁ। কিছু কিছু কালভার্টের দীর্ঘদিন কোন সংস্কার না করায় মাঝের অংশ  ভেঙ্গে পড়ায় সড়ক কর্তৃপ লোহার মোটা পাতের জোড়া তালি দিয়ে চালিয়ে নিচ্ছেন। ফলে নিত্য দিন ঘটছে দুর্ঘটনা। জানা গেছে, সান্তাহার ঢাকা রোড থেকে নাটোর পর্যন্ত এই বাইপাস আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ প্রায় ১০ বছর পূর্বে শুরু হলেও রাণীনগর পর্যন্ত সামান্য পরিমাণ কাজ হবার পর অজ্ঞাত কারণে বন্ধ রয়েছে। কাজের শুরুতে রাণীনগর রেল স্টেশন হতে সান্তাহার ঢাকা রোড পর্যন্ত ৮কিলোমিটার সড়কের কাজ আবার নতুন করে কিছুদিন পূর্বে সম্পন্ন হলেও নতুন করে এইসব ঝুঁকিপূর্ণ কালভার্টের কোন কাজই করা হয়নি। এই ৮ কিলোমিটার সড়কের সান্তাহার পৌর এলাকার দনি মালশন গ্রাম থেকে সান্তাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মোড় পর্যন্ত সড়কের মাত্র সাড়ে ৩ কিলোমিটারের মধ্যে রয়েছে ৭টি কালভার্ট। এই ৭টি ঝুঁকিপূর্ণ কালভার্টের মধ্যে পানলা গ্রামের সামনের কালভার্টটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ । এই কালভার্টের পাটাতন অন্তত ১০বার জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। ফলে এ সড়কে অন্য এলাকা থেকে আসা বড় বড় ট্রাকের চালকরা কালভার্ট ও সড়কের মাপ সম্পর্কে অজানা থাকার কারণে দুর্ঘটনায় পড়ে। এছাড়াও রাতের বেলায় স্থানীয় সকল যানবাহনের চালকরা গোলক ধাঁধায় পড়ে যাওায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। এসব দুর্ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেই চলেছে। বর্তমানে আত্রাই-রাণীনগর-নওগাঁ মহাসড়কের অবস্থা বেহাল হওয়ার কারণে এবং এই বাইপাস সড়কে সান্তাহার ও নওগাঁ যাওয়ার জন্য সময় খুব লাগে বলে বড় বড় মালবাহী ট্রাক সহ ছোট ছোট যানবাহন এই বাইপাস সড়কটিই বেশি ব্যবহার করছে বলে সব সময় ব্যস্ত থাকে  এই বাইপাস সড়কটি। তবুও কোন নজরদারী নেই সংশ্লিষ্ট কর্তৃপরে।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …